পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারস্ হাগুৰুক । ' 2৩ ৫। অন্য দোকানের নিকট নূতন দোকান কেহ যদি খুলিতে চাহে আর যদি ঐ দোকান বন্ধ হয়, তবে নূতন দোকানদাবকে পূর্ব্ব দোকানদার মাসিক যে টাকা দিত তাহা দিতে হইবে। বোঃ নিঃ ৬ । o ৬। যদি দুই জেলার সীমাবর্ত্তী নিকটস্থ দুই দোকানের কাহারও ক্ষতি হয় তাহ হইলে যে দোকান পুরাতন তাঁহাই থাকিবে । বোঃ নিঃ ৭ । , இ. - ৭ । দুই জেলার সীমাবী দুই দোকানের মধ্যে যদি প্রতিযোগিতা হয় তবে ঐ দুই দোকানের ফি সমান করা যাইবে । বোঃ নি ৮ । • * ৮ । লাইসেন্সের ফি বন্দোবস্তের সময়ে দুই মাসের অগ্রিম তং পরে যে দিবস হইতে লাইসেন্সের মিয়াদ আরস্ত হয়, সেই fদবস আর এক মাসের, তৎপরে মাসে মাসে এক এক মাসেব কি দিয়া টাকা পরিসোধ করিতে হইবে। ৯ । কাহারও লাইসেন্স বাতিল হইয়া গেলে যদি দোকানে মদ থাকে এবং ঐ মদ অপর দেকোনদার কেহ যদি না লয় তাহা হুইলে তাহার উপর কলেক্টর সাহেব বিবেচনা মত ট্যাক্স আদায় করিলেন। বোঃ নিঃ ১৩ ।