পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ8 আবকারস হাগুৰুক । ত্রয়োদশ পরিচ্ছেদ ॥ " দেশী মদ—মদ প্রস্তুত জন্য ব্যবহারীয় দ্রব্য ১। মদের উপর মামুল গ্রহণের পরিবর্তে কখন কখন যে সকল দ্রব্যে মদ প্রস্থত হয় তাহার উপর মাসুল ধরিয়া লওয়া হয়। যত দ্রধ্যে যত মদ হয় সেই হিসাবে মামুল লওয়া হয় । ২ । দ্রব্যের উপর মাতুল লইলে শুখতি পড়তি বলিয়া কিছু বাদ দেওয়া হয়। নিম্নলিখিত দ্রব্যের প্রতি মনের নির লিখিত দর বোর্ড ধার্য্য করিয়া দিয়াছেন। মাউয়া ৫। চুয়া ৬, গুড় ৭২, খেজুর ইত্যাদি ৫ । বোঃ ২৩ ৩ । পাটনা, গয়া, মজফরপুর, দারভাঙ্গা, সাহাবাদ, সারুণ, ও মুঙ্গেরে এইরূপে দ্রব্যের উপরে মাসুল লওয়া হয়। বোঃ ৪ । ৪ । এই সকল দ্রব্য ভাটিখানায় লইয়া যাইবার অগ্রেই মাতুল দিতে হইবে এবং উপযুক্ত পরিমাণের কম যদি মদ হয়, তাহা হইলেও টাকা ফেরত দেওয়া হইবে না। বোঃ ৬ ।