পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারস্ হ্যাণ্ডবুক । ૭ઈ ৪ । তৃতীয় পরিচ্ছেদের বোঃ ১ বিধি লিখিত মত লাইসেন্সের টাকা দিতে হয়। বোঃ ৫ ৫। গাজলাউঠ চাউল, জোয়ার বা অন্য শস্য হইতে পচাই প্রস্তুত হয়। ইহা জল মিসান বা না মিসান উভয় প্রকারেই বিক্রর হয়। পাচাই খুচরা বিক্রয়ের লাইসেন্স লইবার প্রথা তাড়ির লাইসেন্সেরই নিয়মে লইতে হয়। বোঃ fন, ৭ o o ৬ । চারি সের তাড়ি ও ঐ পরিমাণ জল না মিসা পাচই এবং ৮ সের জল মিসান পাচইয়ের অধিক লাইসেন্স প্রাপ্ত বিক্রেতা কহাকেও বিক্রয় করিতে পরিবে নু । রোঃ মিঃ ৮ به حساحه ح ৭ : পাচই ৪ হইভে ১২ সের ভেণ্ডার নিজে পাসদিয়া বিক্রয় করিতে পারে কিন্তু নিম্নলিখিত জেলায় কলেক্টরের কেহ পাস ভিন্ন ৪ সের অধিক পাচাই কোনক্রমে নিকটে রাখিতে পাইবেন না । o যসোহর, নদিয়া, মুরসিদাবাদ, মালদা, রাজসাহী, জলপাইগুড়া, দাৰ্জিলিং, বৰ্দ্ধমান, বীরভূম, মেদিনীপুর, লোহারদাগা, হাজাবিবাগ, সিংহভূম, মানভূম, সহাবাদ । উপরের লিখিত সমস্ত জেলায় কোন বিশেষ কারণের জন্য ২ সেরের অধিক পাচই প্রয়োজন হইলে কলেক্টর বা মহকুমাব হাকিমের নিকট দরখাস্ত করিতে হইবে ; তিনি পাসে অনধিক সাত দিবস সময় ও কোথায় পাচই কিনিতে হইবে লিখিয়া দিবেন। কেহ এইরূপে পাচই লইয়া বিক্রয় বা পবিত্তন