পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ i অবষ্কারস হ্যাণ্ডবুক ? ২৩। হোলসেল বিক্রেতা হইলে গাজা এক জেলা হইতে অন্য জেলায় চালান দিবার সময় মাহুল লাগে না। গাঙ্গ যখন খুচর.বিক্রেতা দিগের নিকট যায় তখনই মামুল লওর হয়। বোঃ ৩১ - - ২৪ । বাঙ্গলা দেশ ভিন্ন ভারতবর্ষের অত্য স্থানে গাজ রপ্তানি করিলে রাজসাহির কলেক্টর রপ্তানির পূর্বে নিয়মিত মাহুল লইবেন । তবে গাজা সমুদ্র পথে অন্য দেশে রপ্তানি করিলে মাসুল লাগে না, মাহুল দিলেও তাহ ফেরত দেওয়া হয় । বোঃ ৪০ । r২৫। গাজা রাজসাহি হইতে কোন গোলায় কিন্সা গোল হইতে কোন খুচরা বিক্রয়ের দোকানে লইয়। যাইবার দরুপ কোন ছড়তি পড়তি বাদ নাই । বোঃ ৪১ ৷ ২৬। যিনি গাজার হোলসেল ব্যবসা করিতে চাহেন স্টাহাকে কলেক্টবের নিকট নিম্ন লিখিত মত যে গোলায় গাজা বাখিলেন তাহার এক বর্ণনা পত্র দিতে হুইবে । বোঃ ৪s T-– বাড়ীর বর্ণনা গুদাষে কত ধবে | মন্তব্য i j ! মালিকের নাম |ਂਕ i ২৭। গোলাটি নিম্ন লিখিত মত হইলে কলেক্টর তাহ রেজেষ্টরি ভুক্ত করিয়া লইবেন। বোঃ ৪৫ (১) গুদামের একটা মাত্র দ্বার থাকিবে; দ্বারে দুইটা থালা থাকিবে; হইার একটা বিলাতি চবের তালা হওয়া চাই । এই চলেব চালি কাবকারি কর্ম্মচারির নিকট থাকিলে ।