পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰকারস হ্যাণ্ডবুক । 8ዋ (২) কোন আবকারি কর্ম্মচারির সম্মুখে এবং কলেক্টরের আজ্ঞা না হইলে গুদাম হইতে গাজা বাহির করিতে পারা যাইবে না। এক গাইট লইলে শিল মোহর শুদ্ধ দেওয়া হইবে, গাইট ভাঙ্গিয়া দিলে আবগারি কর্ম্মচারি তৎক্ষণাৎ শিস মোহর করিবেন। ..o ( ৩ ) মালিক আবগারি কর্ম্মঢারিগণকে সর্ব্বদা গোল দেখিতে দিবেন। to C - ২৮। যদি মালিক আবকারি আইন লক্ষন করেন বা গোল বেঁমেরামত রাখিয়া দেন তাহা হইলে কলেক্টর গোলা রেজেক্টরি হইতে খারিজ করিয়া দিবেন। বোঃ ৪৬ - ২১ । ১৮৭৮ খৃষ্টাব্দের ৭ আইনের ১৫ । ১৭ ধারা মত রেজেক্টরি ভুক্ত গোলা বা লাইসেন্স প্রাপ্ত খুচরা বিক্রয়ের দোকান ব্যতীত পাস না হইলে কেহই আদ সেরের অধিক গাজা নিকটে রাখিতে পরিবে না। রাখিলে ১৮৭৮ প্রস্টাব্দের ৭ আইনের ৬১ ধারা মত দণ্ডিত হইবেন ও গাজ বাজেয়াপ্ত হইবে । বোঃ ৪৭ - ৩০ । এক জেলায় গুদামজাত করিয়াও হোলসেল বিক্রেতা অন্য জেলায় গাজ চালান দিতে পারেন । ইহার জন্ত দুই টাকা ৰি দিয়া পাস লইতে হয় ও ঐ পাস যে জেলায় গাজা গেল সেই জেলার কলেক্টরের সম্মুখে উপস্তিত করিয়া তাহার সই করাইয়ু লইতে হয়। বোঃ ৪৮ ৩১। হোলসেল বিক্রেতা কেবল অন্ত হোলসেল বিক্রেত বা খুচরা বিক্রেতার নিকট গাজা বিক্রয় করিতে পারেন। বোঃ ৪৯