পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারসূ হ্যাণ্ডবুক । 8Ꮌ অষ্টাদশ পরিচ্ছেদ। চরস আমদানি । ১। নেপাল বা পশ্চিম হইতে বাঙ্গলায় চরস আমদানি করিতে হইলে যেখানে অমিদানি হইবে সেখানকার কলেক্টরের পাস আধশুক । চরম আনিয়া কলেক্টরের সম্মুখে উপস্থিত করিতে হইবে - “ ২ । ইহার মাতুল প্রতি সোরে ৮ টাকা । ইহার অৰ্দ্ধেক s টাকা পাস লইবার সময় ও অপর অৰ্দ্ধেক যে জেলায় বিক্রয় হইবে তথাকবি আবকারি ডেপটি কলেক্টরের সম্মুখে উপস্থিত কবিবার সময় দিতে হইবে । যদি পাস লিখিত,সময় মধ্যে চরস আন না হয়, তাহা ইল সময় বৃদ্ধির জন্য কলেক্টরের নিকট আবেদন করিতে হই । ইহা না করিলে পাস লিখিত সমস্ত চরসের পূর্ণ মাহল । হুইবে । বোঃ ৩ ৩ । যে কলেক্টবি ক' হইতে পাস লওয়া হুইয়াছে তথায় না পৌছিবার পূর্ম্মে কিম্বা পাস লিখিত পরিমাণের অধিক পরিমাণে থাকিলে আইন অনুসারে দ গুনীয় হইতে হইবে । লোঃ ৪ ৪ । প্রত্যেক চরস অথ মুরের নিয় লিখিত মত চরসের প্রাপ্তি ও খরচে , রাখিতে হইবে । খুচরা বিক্রয়ের ইচ্ছা কধিলে : লাইসেন্স লইতে হইবে।