পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ অবকারস স্থাগুৰুক । লাইসেন্স প্রাপ্ত দোকানদার বা চিকিৎসক ভিন্ন অপরের নিকট বিক্রয় করিতে পরিবে না, কিন্তু চিকিৎসকের নিকট একসের আফিম বা, মাদক দ্রব্য এবং ১০ সের পোস্তের ঢেড়ীর অধিক বিক্রয় করিতে পরিবে না। কলেক্টরের অনুমতি পাইলে লুইসেন্সের সময় উত্তীর্ণ হইলে ইজারদার বা লাইসেন্স প্রাপ্ত দোকানদার অপর লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিকে হোলসেল বিক্রয় করিতে পারেন । বিশেষ অনুমতি প্রাপ্ত ব্যক্তির নিকটও হোলসেল বিক্রয় করা যাইতে পারে। গঃ নিঃ ২৯ খুচরা বিক্রয়। * ২৫ । কলেক্টর বা ইজারদাবের, নিকট প্রাপ্ত লাইসেন্স এবং ঐ লাইসেন্স লিখিত কড়াবানুরূপ ব্যতীত কেহই আফিম

  • বোড়ের বিধি ।

১. কলেক্টর সাহেবের নিকট প্রাপ্ত লাইসেন্স ব্যতীত কেতই আফিম, মদত কিম্ব চও বিক্রয় করিতে পারবে না। ২। আফিম, মদত কিম্বা চও বিক্রয়ের জন্য লাইসেন্স লইতে হইলে বোর্ড সময় সময় যে দর বা মাম্বল ধার্য্য করি. বেন তাহা প্রদান করিতে হইবে । এই ফি, ট্যাক্স বা মাহুল লাইসেন্সে লেখা থাকিবে এবং অগ্রিম বা বোর্ডের নির্দেশ মত দিতে হইবে। লাইসেন্স বিক্রয়ের সময় দুই মাসের ফিয়ের সমান টাকা অগ্রিম লওয়া হইবে ।