পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰকারস হ্যাগুৰুক । ○4) মাদক দ্রব্য বা টেড়ি বিক্রয় করিতে পাইবেন না । তবে ১৩ আইন মতে কৃষক ইজারদার বা লাইসেন্স প্রাপ্ত টেড়ি বিক্রয় কারককে টেড়ি কিম্বা যে টেড়ি বিক্রয় করিবার লাইসেন্স প্রাপ্ত হইয়াছে ইহার টেড়ি বিক্রয় করিতে পারেন । লাইসেন্স প্রাপ্ত চিকিৎসক আফিম, টেড়ি কিঙ্কা ৩ । লাইসেন্স লইবার সময় লাইসেন্সের লিখিত কড়াব পত্রে স্বাক্ষর করিতে হইবে । এবং ঐ কড়ার মত কার্য্য করিবার জন্য বোর্ডের নির্দেশ মত জামিন বা আমানত বাখিতে হইবে । ৪ । আফিম, মদত কিম্বা চণ্ড বিক্রয়ের জন্ত লাইসেন্স প্রাপ্ত বিক্রেতার প্রত্যহ দোকানের বিক্রয়ের হিসাব ছাপান বহিতে রাখিতে হইবে । এই ছাপান বই কলেক্টর সাহেবেব অফিসে সামান্ত দামে কিনিতে পাওয়া যাইবে । • ৫ । বোল্ড হইতে বিশেষ অনুমতি ব্যতিরেকে সাধারণতঃ লাইসেন্স এক বৎসরের জন্য দেওয়া হইবে । বৎসর বৎসৰ লাইসেন্স নূতন করিয়া লইতে হইবে। ৬ । টেড়ি বিক্রয়ের জন্য ক্রোড়পত্রস্থ কর্ম্ম মত লাইসেন্স যে কেহ আবেদন করিবে তাহাকেই মাসিক এক টাকা ফিতে দেওয়া হইবে । - বোর্ডের সারকিউলার নং ৬, ফেব্রুয়ারি ১৮৭৫ ভবিষ্যতা ও সহরতলি সহিত সযস্ত জেলায় আফিম খুচরা বিক্রয়ের জন্ম লাইসেন্স নিলাম দ্বারা স্থিরীকৃত হইবে । -