পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo) আৰকারসূ হ্যাণ্ডবুক । ব; টেড়ি অন্য কোন লাইসেন্স প্রাপ্ত বিক্রেতা বা ইজারদারের নিকট কলেক্টর সাহেবের সন্তোষজনক রূপে বিক্রয় করিতে অশক্ত হয় তাহা হইলে তাহ আবকারী রাজস্ব সম্বন্ধীয় কর্ম্মচারির নিকট ফেরত দিতে হইবে। নূতন লাইসেন্স প্রাপ্ত বিক্রেতা বা ইজারঘুর, এবং যদি লাইসেন্স বা পাট নূতন করিয়া কেহ ন লয় তাহা হইলে যে কোন লাইসেন্স প্রাপ্ত বিক্রেতা বা ইজারদার ऍाश्रनद्र झूहे भारनद्र {बैठकब्र ऋब्रिभाम झदा পর্য্যস্ত কলেক্টর যে দর ধার্য্য করিয়া দিবেন তাহাতে লইতে বাধ্য। গঃ নিঃ ৪১ আপিল । কলেক্টরের অজ্ঞার বিরুদ্ধে আপিল কমিসনার সাহেবের নিকট বা তাহার নিকট প্রেরণের জন্ত কলেক্টরের নিকট আজ্ঞার তারিখ হইত্ত্যে ৩০ দিনের মধ্যে আপিলের দরখাস্ত করিতে হইবে । বোর্ভে আপিল করিতে হইলে ৬০ দিবসের মধ্যে করিতে হইবে । t কমিসনার সাহেবের নিকট আপিল করিতে হইলে দরখাস্ত আট আনার এবং বোর্ডে করিতে হইলে দুই টাকার কোর্ট ফি দিতে হইবে।