পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qY অীৰকারস হ্যtণ্ডবুক । . * স্থলপথে যে আফনের নির্দিষ্ট স্থানে ষে আফীন কিম্বা"কোন আমদানী হয়, তাহার উপর প্রকারের যে আফান স্থলপথে আমমাসুলের কথা । দানী হয়, মন্ত্রিসভাধিষ্ঠিত ঐযুত গবর্ণর জেনরেল সা হব সময়ে সময়ে ইণ্ডিয়া গেজেটে জ্ঞাপনপত্র প্রকাশ করিয়া সেই আফনের উপর যে মাসুল উচিত, বোধ করেন তাহ ধার্য্য করিতে পারিবেন, ও তদ্রুপে নিৰ্দ্ধারিত কোন মামুল পরিবর্তন করিতে বা উঠাই দিতে পারবেন। আফীন গুদামজাত কর- ৭ ধারা । মন্ত্রি সভাধিষ্ঠিত ণের কথা । শ্রীযুত গবর্ণর জেনরেল সাহেব ইণ্ডিয়া গেজেটে আজ্ঞাপত্র প্রকাশ করিয়া, y (ক) স্থানীয় কোন গবর্ণমেণ্টের প্রতি ঐ স্থানীয় গবর্ণমেন্টের শাসিত দেশে আইনমতে আমদানী করা অফোনের কিম্বা সেই দেশ হইতে যাহা রপ্তানী করিবার অভিপ্রায় থাকে, তাহার গুদাম স্থাপন করিবার অনুমতি দিতে পারিবেন, ও ( খ ) উক্ত কোন আজ্ঞা রহিতও করিতে পারবেন । ঐ আজ্ঞা ষত দিন প্রবল থাকে তত দিন স্থানীয় গবর্ণমেণ্ট স্থানীয় গেজেটে জ্ঞাপনপত্র প্রকাশ করিয়া, (গ) সকল, আফনের বা কোন আফনের উপর যে মাহুল ধার্য্য হয় তাহ দেওনের পরে বা পূর্ব্বেই হউক, ঐ গবর্ণমেণ্টের শাসিত দেশে কি ঐ দেশের নির্দিষ্ট কোন স্থানে আইনমতে আমদানী হইলে কি তথা হইতে রপ্তানী করিবার অভিপ্রায় থাকিলে সেই আফীন রাখিবার গুদাম বলিয়া কোন স্থান নির্দেশ করিতে পারিবেন, ও 3. (ঘ) তদ্রুপ নির্দেশ বাকা রহিতও করিতে পারিবেন । ,