পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰকায়স হ্যাণ্ডবুক । १२ এই ধারার (খ) প্রকরণমতে কোন আজ্ঞা করা গেলে তাহা উক্ত শাসিত দেশের যে যে স্থানের প্রতি খাটে সেই সেই স্থানে (গ) প্রকরণমতে যে নির্দেশ করা যায় তাহাও রহিত হইবে। - সেই নির্দেশ বাক্য যত দিন প্রবল থাকে, তত দিন সেই সকল আফনের স্বামীর সেই গুদামে আফান আনিয়া রাখতেই হইবে। •' . ৮ ধারা। স্থানীয় গবর্ণমেণ্ট মন্ত্রিসভাধিষ্ঠিত ঐযুক্ত গবর্ণর গুদামবিষয়ক বিধি করি- জেনেরল সাহেবের অনুমতি গ্রহণ বাষ্ট্র ক্ষমতার কথা । পূর্বক সময়ে সময়ে স্থানীয় গেজেটে জ্ঞাপনপত্র প্রকাশ করিয়া ৭ ধারামতে গুদামজাং জাকীন নির্কিক্ষ্মে রক্ষা করণ ও ঐ গুদামজাং কৱণের স্বী আদায় করণ, ও বিক্রয় কি রপ্তানী করিবার জন্যে ঐ আফীন স্থানাস্তরকরণ বিষয়ে, ও তাহার উপর যে মাসুল আদায় হইতে পারে গুদাঙ্গজাত করণের তারিখ অবধি দ্বাদশ মাসের মধ্যে তাহা না দেওয়া গেলে ঐ আফীন লইয়া যদ্রপ কার্য্য করা যাইবে, তদ্বিষয়ে এই আইনের সহিত সঙ্গত বিধি করিতে পারিবেন। o বে-আইনীমতে পোস্তের ১ ধারা। কোন ব্যক্তি এই চাষ প্রস্থতি করণের দণ্ডের আইনের কিম্বা ৫ কি ৮ ধারামতে す \| I প্রণীত ও প্রকাশিত বিধির বিপরীতাচরণ করিয়া, *(ক) পোস্তের চাষ করিলে, কিম্বা , (খ ) আফীন প্রস্তুত করিলে কিম্বা