পাতা:আমার জীবন.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 6 আমার জীবন পঞ্চদশ রচনা শান্তিপুর নবদ্বীপ গঙ্গা পরিহরি। বৃন্দাবন শুভযাত্রা বল হরি হরি ॥ অনেক দিবস বাঞ্ছা করেছিল মন । তীর্থ ছলে গিয়া কিছু করি পর্যটন ॥ গয়া কাশী কিরূপ কিরূপ বৃন্দাবন। তীর্থবাসী হয়ে লোক রয় কি কারণ ॥ বেদে বলে বৃন্দাবন গোলক সমান । তাহা ছাড়ি কেন লোক রহে অন্য স্থান ॥ বারাণসী পুরী বটে দ্বিতীয় কৈলাস । সন্ন্যাসী স্নামাত দণ্ডী তথা করে বাস ॥ অন্নপূর্ণ দরশনে বাঞ্ছা নিরন্তর । নয়ন ভরিয়া হেরি প্রভু দিগম্বর। গয়াতে শ্রীপদ-চিহ্ন অতি নিরমল । দরশন করি তমু হইবে সফল ॥ বৃন্দাবন বলি মন কেঁদেছে আমার । কি করিব কোথা যাব কিসে পাব পায় ॥ এমন সৌভাগ্য মম কত দিনে হবে। আমার এ পাপ দেহ ব্রজর্ভুমে যাবে। যোগিজন যে চরণ না পান খেয়ানে । সেই প্রভু দয়াময় দেখিব নয়নে ॥ আশীৰ্বাদ কর সবে কর দিয়া মাথে । রাসমুন্দরী ব্রজে যেন পায় ব্রজনাথে ॥ আমার জীবন বৃত্তাস্ত যৎকিঞ্চিৎ লিখিত হইল, কি আমার জীবন চরিতের মধ্যে কর্তার সম্বন্ধীয় কোন কথাই লিখিত হয় নাই। তাহাতে আমার বোধ হয়, এ পুস্তকখানি অঙ্গহীন হইয়াছে, যাহা হউক, আমি ষে তাহার গুণবর্ণনে সমর্থ হইব আমি এমন যোগ্য নহি। বাস্তৰিক