পাতা:আমার জীবন.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७ ] বিশেষতঃ ঠাকুরাণী চক্ষুহীন হইয়াছেন, তাহার সেবাও সর্বোপরি।” তখনকারী মেয়েছেলেদের এই প্রকার নিয়ম ছিল যে বোঁ হইবে, সে হাত খানেক ঘোমটা দিয়ে ঘরের মধ্যে কাজ করিবে, কাহারও সঙ্গে কথা কহিবে না । সেকালে এখনকার মত চিকন কাপড় ছিল না, মোটা কাপড় ছিল । “আমি সেই কাপড় পরিয়া বুক পর্যন্ত ঘোমটা দিয়া ঐ সকল কাজ করিতাম, আর যে সকল লোক ছিল, কাহার সঙ্গেই কথা কহিতাম না। আপনার পায়ের পাতা ভিন্ন অন্ত কোন দিকে দৃষ্ট চলিত না।” দীনেশচন্দ্র সেন