পাতা:আমার জীবন.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పాట আমার জীবন সে জ্বরের ভঙ্গী বুঝা ভার, হ’ল কি এবার, রোগীদিগের ভাব দেখিয়া লাগচে চমৎকার ; মালাম গেলাম শব্দ মুখে মা বাবা বৈ বলে না। তাহে পোহায় না রাতি, একি দুৰ্গতি, ঘরে ঘরে হাত ধরিয়া দেখছে পার্বতী ; যার ম'চ্চে সেই কঁদিছে বসে, ঔষধ-পথ্য মেলে না। আছে সরকারী বাড়ী, ঔষধের বড়ি, বিনা মূল্যে দিচ্চে তার লয় না তার কড়ি ; বাবুর। দয়া করে দিচ্চে কত মিছরি আর সাগুদান ॥ দ্বিতীয় ভাগ প্রথম রচনা এস গো মা স্বরস্বতী পুকক অভিলাষ । নারায়ণ সঙ্গে আমার কণ্ঠে কর বাস । পতি সঙ্গে এস আমার হৃদ সিংহাসনে । পাদ স্পর্শে ধন্ত হই জীবনে মরণে ॥ প্রসন্ন বদনে বৈস হয়ে কুতূহলী । মনের সাধে যুগল পদে দিই পুষ্পাঞ্জলি ৷ চৈতন্য-চরিত-সিন্ধু তরঙ্গের এক বিন্দু, তার কণা লিখে কৃষ্ণদাস । রাসমুন্দরী মূঢ়মতি, তাহে শূন্ত প্রেমভক্তি, যুগল-চরণ অভিলাষ। সন ১২১৬ সালে চৈত্র মাসে আমার জন্ম হইয়াছে, এইক্ষণে ১৩৯৪ সাল হইতেছে । আমার বয়ঃক্রম যেটের কোলে ৮৮ বৎসর হইল । এই ভারতবর্ষে আসিয়া এত দীর্ঘকাল পর্যন্ত আমি জীবন যাপন করিলাম, এবং এখনও আমি সেই কাঠামোতেই আছি । আমার বোধ হয় আমার সমান বয়সের লোক আমাদের বাসস্থানে অতি অল্প আছে । তাহাও আছে কি না মৃন্দেহ।