পাতা:আমার জীবন.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Dy আমার জীবন মাতৃগর্ভ হইতে, তোর দয়ার স্রোতে, ভাসিতেছি নিরবধি । আছ পদে পদে, স্থলাধি জলেতে, তুমি হে করুণা নিধি ॥ ও রাঙ্গাচরণ, ভজনবিহীন, আমি অভাজন অতি । মিছা প্রবঞ্চনে, তরঙ্গ তুফানে, সতত বিস্মৃত মতি ॥ অস্তরের যত, আছ অবগত, অগোচর কিছু নাই । এই রাসমুন্দরী নিজগুণে হরি, রেখে পদে দিয়া ঠাই ॥ ওরে মন পাষণ্ড ! ওরে মন নরাধম! তুমি বুঝি আমার সর্বনাশ করিতে বসিয়াছ ? সাবধান! সাবধান । সাবধান ! আমার পৈতৃক ধন, আমার মাতৃদত্ত ধন । আমি অতি বালিকাকালে আমার বুদ্ধির অঙ্কুর হইতে না হইতে আমার মা আমাকে ঐ দয়াময় নামটি বলিয়া দিয়াছেন । সেই দয়াময় নামটি মহামন্ত্র ও মহা ঔষধি বিশল্যকরণী হইয়া আমার অন্তরে অস্থিভেদী হইয়৷ রহিয়াছে । মন রে খৰর্দার, খবৰ্দার। প্রলয় দৈত্যগণ চতুর্দিকে সব ঘিরিয়া য়হিয়াছে। ঐ দৈত্যগণ কোনক্রমে যেন আমার মনধনকে অতিক্রম করিতে না পারে । মন, তোমার চরণ ধরিয়া মিনতি করিয়া বলিতেছি যেন বিস্মরণ হইও না । গীত দেখো যেন ডুবে না তরী, এই ভব-সাগরে তুফান ভারি । মন হসিয়ারে থেকে, তিলে তিলে জেগে, গুরু বস্তু ধন যতনে রেখো, নিজে খেকো দ্বারে হইয়া দ্বারী । এই ভব-সাগরে তুফান ভারি ॥ এইক্ষণ আমার বয়স ৮৮ বৎসর হইয়াছে। ভারতবর্ষে আমি এতকাল পর্যন্ত আছি । আর কতকাল থাকিৰ তাহার নির্ণর নাই । বাহা হউক, আমার যখন ৬০ বৎসর বয়ঃক্রম সেই সময় আমার জীবন बुखांख ब९किषेि९ cणथा इहेब्राहिल ! ७ऋ* जभनैौचंब्र श्रोमांब्र cश्वयকাণ্ডে কি কাণ্ড করিবেন তাহা তিনিই জালেন । এতদিন এখানে