পাতা:আমার জীবন.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন 3 s > যখন ঐ বেশর হারাইয়াছে তখন আমার বয়ঃক্রম ২২ বৎসর। তখন আমার দুইটি পুত্র জন্সিয়াছে। তাহার পর আর আটটি পুত্র হুইটি কস্তা জন্মিয়াছে। পরে ক্রমে ক্রমে জল শুকাইয়া পুষ্করিণীটি অকন্ম হইয়া পড়িয়া থাকিল। সেই পুষ্করিণীর মধ্যে কত বৃক্ষাদি হইয়া জঙ্গলে পূর্ণ হইল । তাহার অনেক দিন পরে আমার পঞ্চম পুত্র দ্বারকনাথ, গোয়াডি কৃষ্ণনগরে কর্ম করে, ঐ পুষ্করিণীটি নূতন করিয৷ কাটাইল । পুষ্করিণী কাটাইয়া মাটি পুষ্করিণীর ধারেই রাখা হইযাছিল। কিছু দিবস পরে ঐ মাটি দিয়া পুষ্করিণীর ধারে প্রাচীর গাথান হইয়াছে । পরে, অনেক দিবস পরে সেই প্রাচীরের অর্ধেকটা ভাঙ্গিযা পডিয়া যায়, আর অর্ধেক প্রাচীর দাডাইয়া রহিয়াছে। সেই ভাঙ্গ প্রাচীরটার উপরে আমার ঐ বেশরখানি যেন সমান হইয়া শুইয়া আছে । ঐ বেশরখানির উপরে যে মাটি-চুটি পডিয়া ঢাকা ছিল, বৃষ্টির জলে জলে সব ধুইযা গিয়াছে। বেশরখানি অল্প অল্প দেখা যাইতেছে। সেটা আমাদের খিডকীর ঘাট, আমি যেখানে দাড়াইয়া আছি । সেই স্থান হইতে ঐ বেশরখানি অল্প অল্প দেখিতে পাইতেছি । সেই বেশরখানি দেখিয়া আমি বলিলাম, “ওখানা কি দেখছি ?" আমার নিকট একটি জেলেদের মেয়ে দাডাইয় ছিল, সেই মেয়েটি দোঁড়িয়া ঐ বেশরখানি আনিয়া আমার হাতে দিল । তখন ঐ বেশরখানি আমি হাতে করিয়া দেখিলাম, আমার সেই বেশল্পখানি বটে। ঐ বেশর হাতে লইয়া দেখিয়া আমার শরীর মন এককালে যেন অবশ হইয়া পড়িল । তখন আমার মনে কি ভাব হইল তাহা আমি কিছুই বলিতে পারি না । তখন আমার দুই চক্ষের জল পড়িয়া ভাসিয়া যাইতে লাগিল । আমি আমার চক্ষের জল মুছিয়া ঐ বেশল্পখানি দেখিতে লাগিলাম। জগদীশ্বরের আশ্চর্ষ কাগু দেখিয়া আমার হৃৎকম্প হইতে লাগিল । ৰখন আমার বয়স ২২ বৎসর তখন ঐ ৰেশরখানি আমার নাক হইতে श्वनिम्ना भउँोच्न जानन्त्र छि७द्र •ाष्ट्रिब्रोब्दछ, आंधि चक्लक cनथिब्राष्ट्रि । क्थन