পাতা:আমার জীবন.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন > s Go যাহা কিছু মুখে বলি বা ভাৰি অস্তরে । সকলি জানিবে তোমায় পাইবার তরে ॥ ভজন জানি না হে পদ্মপলাশ-লোচন । নিজগুণে রাসমুন্দরীরে দেও হে দর্শন। ১২১৬ সালে আমার জন্ম হইয়াছে । এইক্ষণ ১৩০৪ সাল, আমায় বয়ঃক্রম ৮৮ বৎসর হইয়াছে। এত দীর্ঘকাল হইল আমি ভারতবর্ষে আসিয়াছি। ভারতবর্ষে অনেকদিন বাস করা হইল, এখন কি যাইতে হইবে কি থাকিতে হইবে তাহার নির্ণয় নাই। কর্তার ইচ্ছায় কর্ম, জগদীশ্বর কর্ত, তিনি যাহা করেন সেই উত্তম । কিন্তু নাথ অধিনীর এই প্রার্থনা, আমার সেই সময়, আমার প্রাণাস্তের সময় দয়া করে জীচরণে স্থান দিতে হবে, দেখ যেন তোমায় না ভুলি। হে নাথ করুণাসিন্ধু, হে অনাথ বন্ধু, তোমার লীলায় পারাপার নাই । তুমি সাপ হয়ে কামড়াও, ওঝা হয়ে ঝাড় ; হাকিম হয়ে হুকুম দাও, পেয়াদা হয়ে মার । তোমার মন তুমি জান । আমি ক্ষুদ্র জীব, তোমার মহিমা কি জানিতে পারি ? হে মাথ, তোমার লীলা গুণ বেদবিধির অগোচর । बर्छ ब्रछन। তুমি নারায়ণ, লক্ষ্মীকান্ত, মাধব মধুসূদন । ভব পরাভব, অনন্তু অশক্ত, তব লীলা গুণ বর্ণন ॥ তুমি গোবিন্দ, গৌরচন্দ্র, গোপাল গোবর্ধন । ভব পরাভব, অনন্ত অশক্ত, তৰ লীলা গুণ বর্ণন ॥ তুমি রাধাবল্লভ, রাঘবকিশোর, রঘুবর রঘুনন্দন । তব পরাভব, অনন্ত অশক্ত, তব লীলা গুণ বর্ণন ॥ তুমি যছকুল ধন, যশোদা নন্দন, কৃষ্ণ কংসনাশন । ভব পরাভব, অনন্ত অশক্ত, তব লীলা গুণ বর্ণন । তুমি শমন দমন, শ্রীশচী নন্দন, তুমি হে জগৎ জীবন। ভব পরাক্তৰ, অনন্ত অশক্ত, তৰ লীলা গুণ বর্ণন ॥