পাতা:আমার জীবন.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন 39S ক্রমে ক্রমে সময় মতে ওই দশ ঘটিল । দশেন্দ্রিয় সঙ্গে ছিল সব ছেড়ে চলিল ॥ লোভ বেটা ছাড়ে না সঙ্গ ঘটিয়াছে দায় । উদর ভায়া ব্যাকুল হয়ে সবার পানে চায় ॥ কন্যারত্ব সযতনে নিযুক্ত সেবায় । যখন যা প্রয়োজন সম্মুখে যোগায়। হে প্রভু মদনগোপাল, হে করুণাময় ভবসিন্ধুর তরি, তুমি অধমতারণ, পতিতপাবন, ভক্তবৎসল হরি । তোমার চরণে কোটি কোটি প্রণাম । আমি নরাধম, হে নাথ, তোমাকে চিনি না । তোমার চরণে কত শত অপরাধী। আমার অপরাধের সংখ্যা নাই, হে প্রভু দয়ামর, তোমার নিজগুণে অধিনীর অপরাধ ক্ষমা করিতে হইবে । যেন তোমার চরণ ছাড়া করো না, আমার মন ছাড়া হয়ে না । এই নরাধম রাসমুন্দরীর এই প্রার্থনা, যেন তোমায় না ভুলি। সংসারস্বাত্রা হে প্রভু বিশ্বব্যাপী বিশ্বপালক, স্থষ্টি-স্থিতি প্রলয়কর্তা ! তুমি এই সংসারযাত্রার অধিপতি অধিকারী মহাশয় | হে অধিকারী মহাশয় । তুমি ইচ্ছাময়, তোমার যখন যাহা ইচ্ছা তখন তাহাই হইয়া থাকে। তোমার সংসারযাত্রার দলে আনিয়া আমাকে যাত্রার আসরে এতদিন বসাইয়া রাখিয়াছ । আমি ৮৮ বৎসর যাত্রায় আসরে একাসনে বসিয়া আছি । অধিকারী মহাশয় । তোমার সংসারযাত্রা অতি জাশ্চর্য যাত্রা । তুমি কত আশ্চৰ সাজ সাজিয়া বাজার আসরে আনিয়া আমাকে দেখাইয়াছ। প্রথমে তুমি আমার মাত, পিতা, ভাই, ভগ্নী, আত্মীয়, স্বজন সমুদায় সাজিয়া সাজিয়া তোমার সংসায়ৰাজার আসয়ে আনিয়া আমাকে সে সমুদায় দেখাইয়া তুমি জামায় লইয়া গিয়াছ। তুমি ৰে cकांन् नवव्र कि कब्रिट्व ऊांश पूमि बाब, cकांन् वांजाब्र *ालl cकांन्