পাতা:আমার জীবন.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ वांशांब्र औशत्र সময় সমাধা করিবে তাহা তোমার ঠিক আছে। তাহ অন্তের জানার শক্তি নাই। হে অধিকারী মহাশয় ! তুমি যখন আমার পিতা, মাতা, ভাই, ভগ্নী ও বন্ধুবান্ধৰ সাজাইয়া যাত্রার আসরে আনিয়া আমাকে দেখাইয়া সমুদায় লইয়া গেলে, তখন আমার মনে অতিশয় আঘাত লেগেছিল বটে, কিন্তু সে সময় তুমি ঐ সকল যাতনা নিবারণ করে রেখেছিলে । তাহার কিছু দিবস পরে তুমি আমাকে ম৷ সাজাইয়া আমাদের দলে আমাকে প্রধান করিয়া বসাইয়। রাখিয়াছ । অধিকারী মহাশয় । তুমি বলিলে অমনি আমি মা সাজটি সাজিয়া আসরে বসিলাম । তোমার যাত্রার আসরে থাকিয়া কত জনে কত আশ্চর্ব সাজ সাজিয়া আসিতেছে আমি দেখিতেছি । হে অধিকারী মহাশর ! তোমার সংসারযাত্রায় থাকিয় যে কত আশ্চর্ষ কাণ্ড দেখিতেছি তাহার সংখ্যা নাই। তুমি আমা হইতেই আমাকে কত প্রকার সাজ সাজাইয়া আনিয়া দেখাইতেছ। আমার পুত্র, কন্য, পৌত্র, দৌহিত্র, পৌত্রী, দৌহিত্রী এই সমুদয় সাজাইয়৷ তোমার যাত্রার আসরে আনিয়া আমাকে দেখাইয়া দেখাইয়া প্রায় সকলই তুমি নিয়া গিয়াছ। অধিকারী মহাশয়, যখন তুমি আমার ছেলে সাজাইয়া সংসার যাত্রার আসরে আমার নিকট আসিয়া বলিয়া দেও "এই ছেলে তোমার, তুমি ছেলে কোলে লও, ইহাকে লালন পালন কর, এ ছেলে তোমাকেই দিলাম" বলিয়া আমার কোলে ছেলে তুলিয়া দেও, তখন আমাকে মা সাজটি সাজাইয়া আসরে বসাইয়াছ । আবার তুমি আমার ছেলে সাজাইয়া আমার কোলে তুলিয়া দিলে। তখন আমি ঐ ছেলেটিকে কোলে লইয়া বসিলাম, সে সময় যে কি আহাদ আমার মনে উদয় হইল তাহ বলিতে পারি না। সে আনন্দ বর্ণনাতীত । অধিকারী মহাশয় । ছেলে ষে কত কষ্টে পাওয়া ধায় তাহা তুমি জান। সেই কষ্ট ঐ ছেলেটিকে কোলে লইয়া ঐ ছেলেটির মুখখানি দেখিলেই জল হইয়া যায়। ছেলেটিকে যখন কোলে লইয়া বলি তখন