পাতা:আমার জীবন.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

338 আমার জীবন অধিকারী মহাশয়, তুমি আবার আমার পৌত্র, দৌহিত্র সাজাইয়৷ আমাকেই দেখাইতেছ। বিপিনবিহারীর দুই ছেলে, কস্ত দুইটি। দ্বারকানাথের চারটি ছেলে, কঙ্গ একটি। কিশোরীলালের চারটি ছেলে, দুইটি কস্তা। প্রতাপচন্দ্রের চারিটি ছেলে, তিন কস্তা। আমার ছুই কন্যা, এক কস্তার এক ছেলে, ছোট কস্তাটির একটি ছেলে একটি কস্তা। পৌত্র ১৪, দৌহিত্র ২, পৌত্রী ৮, দৌহিত্রী ১, সর্বসমেত २6 छन । দশম রচনা সংসারষাত্রা ওহে প্রভু বিশ্বব্যাপী, বিশ্বময় বিশ্বরূপী, কত বীপে কত অবতার । মহাদেবে করে মোহ, মোহিনী রূপেতে মোহ, তব মায়া কে হইবে পার ? তুমি হে মনের মন, জানিছ সবার মন অগোচর নাহি চরাচর । শিবভক্ত শিরোমণি, নিজ দাস মনে জানি, আলিঙ্গিয়া হৈলে হরিহর । তুমি প্রভু গুণবন্ত, কে পায় তোমার অস্ত, আদি অস্তু অনস্ত অব্যয় । তুমি হে ত্রিলোকপতি অজুন রথে সারথী, ভক্ত স্থানে আছ পরাজয় ॥ অঙ্কে কে জানিতে পারে, ভক্ত জানে ভক্তি জোরে, আছ ভক্ত হৃদি-সিংহাসনে । স্বাসমুন্দরী পদাশ্রিত, করুশ কর কিঞ্চিত, দাস্থাপদে ল্লেখ হে চরণে ॥ <ह *ष्ट्र रूबणमब्र, यह कलब६ब्रण चक्रयफांद्र", cफाभाद्र औीला