পাতা:আমার জীবন.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अॉयांब्र छौरान ››ግ তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর। বাস্থার বরণ তুমি, তুমি ধনেশ্বর ॥ তপস্বীর তপ তুমি, মুনিগণের সিদ্ধি। প্রলয় পালন তুমি, তুমি জলনিধি। তুমি স্থষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় । সত্ত্ব রজঃতম গুণে তুমি বিশ্বময় ॥ তোমার স্বজন প্রভু এ তিন ভুবন । তোমা পরে রক্ষা হেতু আছে কোন জন ? থাকিতে তুমি হে নাথ ভাকিব কাহারে ? কাহারি বা সাধ্য আছে রক্ষা করিবারে ? মহিমা গভীর বীরমিহির তৎসজ্জ । রাসমুন্দরীকে দেও হে ঐ পদপঙ্কজ ॥ অধিকারী মহাশয়, তুমি বহুরূপী । তুমি কখন কি সাজিয়া যাত্রার আসরে আসিয়া দাড়াইবে, তাহা তুমি জান । তুমি দ্বাপরযুগে কৃষ্ণচন্দ্র রূপটি ধারণ করিয়া তোমার সংসার-যাত্রার আসরে আসিয়া মথুরায় দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলে । তুমি কংস কারাগারে দৈবকী গর্ভে জন্মমাত্রেই শঙ্খচক্র-গদা-পদ্মধারী চতুভূজরূপ হইয়া দৈবকী বসুদেবকে দর্শন দিয়া তৎক্ষণাৎ গোকুলে আসিয়া যশোদানন্দন হইলে । হে অধিকারী মহাশয়, তোমার কখন কি খেলা খেলাইতে ইচ্ছা, তাহ অন্তে কে জানিৰে ? তোমার মনের কথা তুমিই জান । তুমি কিছু দিবস নন্দনন্দন হইয়া গোকুলে বাস করিয়াছিলে, পরে জীবৃন্দাৰনে আসিয়া অধিষ্ঠান হইলে । সেই মধুর বৃন্দাবনে গোপ-গোপীগণের সঙ্গে তোমার মিলন হইল। তখন তুমি সেই মধুর বৃন্দাবনে ব্রজশিশুগণ সঙ্গে বনে বনে, যমুনার তীরে ধেস্থ চয়াইয়া বেড়াইতে । তোমার লীলা গুণ বর্ণনাতীত । তুমি রাজাধিরাজ মহারাজ পূর্ণব্রহ্ম ব্রহ্মাণ্ডপতি ভগবানচন্দ্র । তুমি বৃন্দাবনে ব্রজশিশু সঙ্গে বনে বনে রাখাল বেশে থেষ্ণু স্নাথিয়াছ । ব্রজजिंसनं★ मtञ श्रीब्र कङ ¢थलीं कञ्चिब्रांह । cह अश्किांद्रौ भहों★क्छ,