পাতা:আমার জীবন.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন b হে অধিকাৰী মহাশয়, তুমি ছাপায় কোটি বহুবংশ একেবারে সাজিয়ী দাড়াইল । তখন তুমি দেখিলে যে তোমার সংসারযাত্রায় তোমার বংশাবলী লইয়া দাড়াইতে আর স্থান থাকিল না । অধিকারী মহাশয়, তুমি ইচ্ছাময় । তোমার যখন বাহা ইচ্ছা তখন তাহাই হয়। তখন তোমার ঐ ছাপায় কোটি বহুবংশ তুমি একেবারে ধংস করিয়া, তুমি ষে সাজে আসরে দাড়াইয়া ছিলে সেই সাজটি পরিত্যাগ করিয়া, হাত পা ধুইয়া, আবার অধিকারী মহাশয় হইয়া তোমার যাত্রায় আসরে আসিয়া দাড়াইলে । অধিকারী মহাশয়, তোমার লীলা অনন্ত অপার । তোমার চরণে কোটি কোটি প্রণাম, আমাকে ঐ চরণে স্থান দিও। छोज़* ब्रछञों সংসারযাত্রী ওহে কৃষ্ণ রাধাকান্ত, কে জানে তোমার অস্ত তুমি আদি অস্তের অন্তর্যামী । পুরাণেতে আছে ব্যক্ত, ভবাদি স্তৰে অসক্ত, নারী জাতি কি জানিব আমি ॥ দেহ ইন্দ্রিয় আছে যত, তব চরণে অপিত, জ্ঞান ব্রত, তুমি যজ্ঞ দান । না জানি ভকতি স্তুতি, অবলা অজ্ঞান, মতি, তুমি হে সম্বল ধন প্রাণ ॥ ভরসা ঐ পদারবিন্দু, অধমতারণ দীনবন্ধু, ভবসিন্ধু করহে উদ্ধার । তব নাম কৃপালেশে, সলিলে পাষাণ ভাসে, শিলা হতে আমি কত ভার। তুমি ভকতবৎসল, खकङ अनन्त्र बजा, তক্তাধীন মাম হৃষীকেশ ।