পাতা:আমার জীবন.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS e श्रांशांद्र खैौरान কিন্তু তাই ভাবি মনে, আমি পাব কোন গুণে, নাহি মম প্রেম ভক্তিলেশ ॥ তথাপি মনের সাধ, পুরাইতে হবে নাথ, কৃপাসিন্ধু হে রাধারমণ । বহুদিন অভিলাষী, রাসমুন্দরী দাসের দাসী, দিতে হবে যুগল চরণ ॥ হে অধিকারী মহাশয়, তোমার সেই শ্রীবৃন্দাবনের ধড়-চুড়, মোহনর্বাশী, সেই ত্রিভঙ্গ ভঙ্গিম বাকী রূপটি, সেই কৃষ্ণচন্দ্রের পালাটি সমাধা করিয়া তুমি আর কি নূতন নূতন পালা করিবে, সেইটি স্থির করিয়াছিলে । যখন সত্য, ত্রেত, দ্বাপরযুগ পরিবর্তন হইয়া কলিযুগ প্রবর্তন হইল, অধিকারী মহাশয়, সেই সঙ্গে তুমি তোমার সংসার-যাত্রায় আসিয়া শচীগর্ভে জন্মগ্রহণ করিয়া জগন্নাথ মিশ্রের পুত্র হইয়াছিলে এবং এবার তুমি সম্পূর্ণ নূতন নাম ধারণ করিয়া সেই তারকব্রহ্ম হরিনাম সঙ্গে করিয়া তোমার এই সংসার-যাত্রায় আসিয়াছিলে । হে অধিকারী মহাশয়, এই গৌরাঙ্গচন্দ্র নামটি ধারণ করিয়া তোমার সেই হরিনাম সংকীর্তন জগতে প্রকাশ করিয়া ঐ হরিনাম দিয়া জগতের দীন, হুঃখী, পাপী, তাপী, অন্ধ, আতুর সকলকে উদ্ধার করিয়াছিলে । এখনও তোমার সেই হরিনামের ধ্বজা উড়িতেছে । অধিকারী মহাশয়, তুমি ষে কোন সাজটি সাজিয়া তোমার যাত্রায় আসিয়া দাড়াইৰে তাহ অন্ত কে জানিবে, তোমার মন তুমিই জান । তোমার সেই ব্রজের বেশ বাকা রূপ, ত্রিভঙ্গ ভঙ্গিম, ধড়-চুড়া মোহনবঁাশী সেরূপ কোথা লুকায়েছ ? গীত ছিল কালবন্ত্রণ বঁাকা রূপ ত্রিভঙ্গ নদে এসে হয়েছে হে গৌরবয়ণ গৌরাঙ্গ ।