পাতা:আমার জীবন.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9२२ আমার জীবন ত্রৈয়োদশ রচনা সত্য ত্রেতা দ্বাপর পরে, যুগধর্ম অনুসারে সদপেতে কলি রাজা হয় । সাধুকে না করে গণ্য, পাপে পূর্ণ মতিচ্ছন্ন ঘোর কলি অন্ধকারময় ॥ কলি রাজা আগমনে, সঙ্গে সৈন্ত অগণনে, পাপ, তাপ, ক্রোধ, হিংস যত । উড়িল কলির ধ্বজ, শাসনে রহিল প্রজা. ধর্ম, কর্ম, যাগ, যজ্ঞ হত ॥ জীবের দুর্দশা হেরি, পূর্ণচন্দ্র গৌরহরি শচী গর্ভে হইল উদয় । মোহাবর্ত হইল নাশ, ত্রিজগতে উল্লাস, জগভরি হরিধ্বনি হয় । এলে হরিনাম সঙ্গ, রঙ্গে ভঙ্গে গৌরসিংহ, হুহুঙ্কার বিশাল গর্জনে । নাম দাপে যম কঁপে, কলির দর্প হইল খর্ব কলি রহিল শশঙ্কিত মনে ॥ ভক্তে অনুগ্রহ করি, ভকতবৎসল হরি, নামামৃতে ভাসালে অবনী । হরিনাম সংকীর্তনে, আনন্দিত ত্রিভুবনে, গগন ভেদিয়া হরি ধ্বনি ॥ পেতে হরিনামের খেল। মাতালে মাতালে মেলা, হাসে কান্দে নাচে উভরায়। নিজ নামানন্দে মত্ত, না জানি আপন তত্ত্ব, হরিনাম জীবেয়ে বিলায় ॥ বাজে খোল, বীণা, বংশী, মাঝে নাচে গোঁয়শশী, হরিধ্বনি ব্রহ্মাও ভেদিয়া ।