পাতা:আমার জীবন.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$&eb আমার জীবন ১১১৬ সনে চৈত্রমাসে আমার জন্ম হইয়াছে, এক্ষণে ১৩০৩ সালে আমার বয়ঃক্রম ৮৮ বৎসর, আমার ৬০ বৎসর পর্যন্ত শরীরের অবস্থা এবং মনের অবস্থা আমার জীবনের সমুদয় বৃত্তাস্ত কিঞ্চিৎ লিখিত হইয়াছে । এদিকে আর ১৫ বৎসর আমার জীবনের বৃত্তাস্ত লেখার দরকার বটে। এক্ষেত্রে আমার শরীরের অবস্থা ষে প্রকার হয়েছে সে বিষয় কিঞ্চিৎ লিখিত হয়েছে । আর অধিক কি বলিব । ধিনি আমার অন্তরে সততই বিরাজমান রহিয়াছেন, তিনি আমার মনের অবস্থা সব বিলক্ষণরূপে জানিতেছেন। সংসারী বিষয় ভাল-মন্দ লোকের যাহা কিছু হইয়া থাকে, সে সমুদয় এক প্রকার সকলই হইয়াছে। সংসারের সম্পত্তি পুত্র কন্য পৌত্র দৌহিত্র এই দিকে যাহা যাহা প্রয়োজন তাহা জগদীশ্বর দয়া করে সব দিয়াছিলেন, এখন তিনি কতক কতক নিয়াছেন। দশটি পুত্র দুইটি কস্তা এই বারোটি সন্তান আমার জঙ্কিয়াছিল। তাহা হইতে ছয়টি পুত্র একটি কন্যা এই সাতটি সন্তান তিনি আমাকে দেখাইয়া লইয়া গিয়াছেন। অবশিষ্ট চারিটি পুত্র একটি কন্যা আমার সম্মুখে রাখিয়া দেখাইতেছেন। আমার জীবন-চরিত—দ্বিতীয়ভাগ—এই পর্যন্তই ক্ষাস্ত থাকিল । আমার জীবনাস্ত হইলে আমার বংশের মধ্যে যিনি ইচ্ছা করেন তিনি আমার শেষ ভাগ লিখবেন । এই বইখানি আমার নিজ হস্তের লেখা । আমি লেখাপড়া কিছুই জানি না। পাঠক মহাশয়েরা, তোমরা যেন অবহেলা না কর, দেখিয়৷ ঘৃণা করিও না । অধিক লেখা বাহুল্য। তোমরা সব জান, যাহাতে পরিশ্রম সফল হয় করিবা । আমার এই বইখানি ছাপান হইলে ঐ বই বিক্রয় হইয়া ছাপানর দাম দিয়া পরে যে কিঞ্চিৎ থাকিৰে ঐ টাকা আমানত থাকিৰেক । আমার ছেলেদের ত কথাই নাই। পরে জামায় বংশের মধ্যে যে থাকিবেক, প্রতি বৎসর মদনগোগালের নিকট ঐ টাকা দিয়া মহোৎসৰ হইবেক, এই জামায় প্রার্মম।