পাতা:আমার জীবন.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o আমার জীবন আধ-আধ, তাহা শুনিয়া সকলে হাস্য করিত । আমাকে যদি কেহ বড় করিয়া ডাকিত, তাহ হইলেই আমার কান্না উপস্থিত হইত। বড় কথা শুনিলেই, আমার চক্ষের জলে বুক ভাসিয়া যাইত । এজন্ত আমার সঙ্গে কেহ বড় করিয়া কথা কহিত না ; আমি সকল দিবস সেই স্কুলেই থাকিতাম । মেয়েছেলের মত আমাকে বাটীর মধ্যে রাখা হইত না । তখন ছেলেরা ক খ চৌত্রিশ অক্ষরে মাটিতে লিখিত, পরে এক নড়ি হাতে লইয়। ঐ সকল লেখা উচ্চৈঃস্বরে পড়িত । আমি সকল সময়ই থাকিতাম। আমি মনে মনে ঐ সকল পড়াই শিখিলাম । সেকালে পারসী পড়ার প্রাদুর্ভাব ছিল । আমি মনে মনে তাহাও খানিক শিখিলাম । আমি যে ঐ সকল পড়া মনে মনে শিখিয়াছি, তাহা আর কেহ জানিত না । আমাকে পরিজনের সমস্ত দিন বাহিরে রাথিতেন ! কেবল স্নানের সময়ে বাটীর মধ্যে আনিয়া স্নান আহারের পরেই আবার বাহিরে রাখিয়া আসিতেন, আর সন্ধ্যার পূর্বে বাটীর মধ্যে আনিতেন । এই প্রকার সকল দিবস আমি স্কুলে সেই মেমসাহেবের কাছেই বসিয়া থাকিতাম । তখন আমার মনের অবস্থা কি প্রকার ছিল তাহা আমি বুঝিতে পারি নাই । ভয় যেন আমার মন এককালে জড়াইয়। রাখিয়াছিল। যদিও মনে কখনও একটু অঙ্কুরিত হইয়া উঠিত, অমনি ভয় আসিয়া চাপা দিয়া রাখিত । দ্বিতীয় রচনা ধন্য ধন্ত প্রভু তুমি ধন্ত ত্রিভুবনে । কত ধন্যবাদ দিব এ এক বদনে ॥ ধন্য তব দয়া, ধন্ত নিয়ম তোমার । ধন্ত তুমি মায়ারূপে বেপেছ সংসার ॥ ধন্ত তব অপরূপ স্থষ্টি মনোহারী। ধন্ত তব কৌশলের যাই বলিহারি ॥ ধন্ত এই চন্দ্র সূর্য ধন্ত বসুমতী । ধন্ত পশু পক্ষী ধন্ত বৃক্ষ বনস্পতি ॥