পাতা:আমার জীবন.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bూ আমার জীবন বিবরণ কি, তাহা আমি বিশেষ কিছু জানিতাম না ; বিবাহ হয় এই মাত্র জানি । তখন সকল লোক আমাকে বলিতে লাগিল, তোমার বিবাহ হইবে । আমাকে যত্ন করিতে কেহ কখন ক্রটি করেন নাই, তথাপি বিবাহ হইবে বলিয়া আরো যত্ন এবং স্নেহ করিতে লাগিলেন। তখন আমার মনে বেশ আহলাদ উপস্থিত হইল ; বিবাহ হইবে, বাজনা আসিবে, সকলে হুলু দিবে, দেখিব। আবার ভয়ের সহিত কত প্রকার চিন্ত উপস্থিত হইতে লাগিল, তাহ বলা যায় না। এই প্রকার হইতে হইতে ক্রমে দিন দিন ঐ ব্যাপারের জিনিস-পত্র সমুদ্বয়ের আয়োজন হইতে লাগিল। ক্রমেই সকল কুটুম্ব স্বজন বাটতে আসিতে লাগিল । ঐ সকল দেখিয়া আমার অতিশয় ভয় হইতে লাগিল । আমি কাহারও সঙ্গে কথা কহি না, সকল দিবস র্কাদিয়াই কালবাপন করি। সকল লোক আমাকে কোলে লইয়া সান্তন করেন, তথাপি আমার মনের মধ্যে যে কি কষ্ট রহিয়াছে তাহা কিছুতেই যায় না । পরে ক্রমেই আমোদ বুদ্ধি হইতে লাগিল । বিবাহের পূর্ব দিবস অলঙ্কার, লাল সাড়ী, বাজনা প্রভৃতি দেখিয়া আমার ভারি আহলাদ হইল । তখন আর আমার সে সকল মনে নাই । আমি হাসিয়া হাসিয়া সকল দেখিয় বেড়াইতে লাগিলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না। ঐ ব্যাপার সমাপন হইয়া গেলে পর দিবস প্রাতে সকল লোকে আমার মায়ের নিকট জিজ্ঞাসা করিতে লাগিল, ওরা কি আজি যাবে ? তখন আমি ভাবিলাম, ঐ যাহারা আসিয়াছে তাহারাই যাইবে, পরে আমাদের বাহির বাটতে নানা প্রকার বাজনার ধুমধাম আরম্ভ হইল । তখন ভাবিলাম, ঐ যাহার। আসিয়াছিল, এখন বুঝি তাহারাই যাইতেছে । এই ভাবিয়া আমি আতিশয় আহলাদিত হইয়া মার সঙ্গে সঙ্গে বেড়াইতে লাগিলাম। অতি অল্পক্ষণের মধ্যে ঐ সকল লোক বাটীর মধ্যে আসিয়া জুটিল। দেখিলাম কতক লোক আহলাদে পরিপূর্ণ হইয়াছে, কতক লোক কাদিতেছে। উহা দেখিয়াই আমার