পাতা:আমার জীবন.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨.8 আমার জীবন আমার বোধ হইতে লাগিল, যেন তিনি আমারি মা । অথচ তিনি আমার মায়ের আকৃতি নহেন । আমার মা বড় সুন্দরী ছিলেন । আমার শাশুড়ী ঠাকুরাণী শু্যামবর্ণ ; এবং আমার মা'র সহিত অন্ত সাদৃশ্যও ছিল না । তথাপি তিনি কোলে লইলে আমি মা জ্ঞান করিয়া চক্ষু বুজিয়া থাকিতাম । আমার কান্না এবং ভয়ের কোন কারণ ছিল না । আমার বাপের বাটতে সকলে আমাকে যে প্রকার স্নেহ ও যত্ন করিতেন, এখানে তাহার অধিক স্নেহ ও যত্ন হইতে লাগিল । আমাকে এক তিলও মাটিতে নামান হইত না, সকল দিবস আমাকে কোলেই রাখা হুইত । তথাপি আমার এত ভয় ছিল, দিবারাত্রি ভয়ে আমার কলেবর কম্পিত হইত। সর্বদা আমার চক্ষের জলে বুক ভাসিয়া যাইত । আর আমি মনে মনে অহরহঃ কেবল পরমেশ্বরকে ডাকিতাম : হে করুণাময় পিতা পরমেশ্বর ! জানিলাম তোমার অসীম করুণ। তখন যে আমি তোমাকে অহরহঃ ডাকিয়া মনে রাখিতাম, সে কেবল আমার ভয়ের জন্ত মাত্র । তোমার নাম যে এত গুণবিশিষ্ট, তাহা আমি জানিতাম না । আমার মা বলিয়াছিলেন, ভয় হইলে পরমেশ্বরকে ডাকিও । আমি সেইজন্ত প্রাণপণে তোমাকে ডাকিতাম । যা হউক, আমি যে তোমার মাহাত্ম্য না জানিয়াই সর্বদা একান্ত মনে তোমাকে ডাকিতাম, সেও তোমারি কৃপা মাত্র । যে তোমারে ডাকে নাথ পড়িয়া সঙ্কটে । জেনেছি তাহারে দয়া কর অকপটে । প্রথমবার যাওয়াতেই আমার তিন মাস থাকা হয়, ঐ তিন মাস আমি মাতৃহীন সস্তানের হ্যায় দিবারাfত্র কান্নাতেই কালযাপন করিয়াছিলাম। পরে তিন মাস অতীত হইলে আমার খুড়া আসিয়া আমাকে লইয়া গেলেন। তখন আমি আমার মায়ের কোলে বসিয়া মা । আমাকে পরকে দিয়াছিলে কেন ?—বলিয়া কাদিতে লাগিলাম । তাঙ্ক শুনিয়া সকল লোক হাসিতে লাগিল। আমার মা আমাকে সান্থনা করিয়া বলিলেন, দেখ, যাহারা তোমার ছোট, তাহারা তো