পাতা:আমার জীবন.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H8 , আমার জীবন করিয়া বলা যাইতেছে । আমার বয়ঃক্রম যখন ১৮ বৎসর, তখন আমার একটি পুত্রসস্তান হয়, তাহার নাম বিপিনবিহারী। যখন আমার ১১ বৎসর বয়ঃক্রম, তখন আর একটি পুত্রসন্তান হয়, তাহার নাম পুলিনবিহারী। আমার ২৩ বৎসরের সময় আর একটি কন্যাসস্তান হয়, তাহার নাম রামসুন্দরী । ২৫ বৎসরের সময় আর একটি পুত্রসস্তান হয়, তাহার নাম প্যারীলাল । ২৮ বৎসরের সময় আর একটি পুত্রসস্তান হয়, তাহার নাম রাধানাথ । যখন আমি ৩০ বৎসরের, তখন আর একটি পুত্রসন্তান হয়, তাহার নাম দ্বারকানাথ । যখন আমি ৩১ বৎসরের, তখন আমার আর একটি পুত্রসন্তান হয়, তাহার নাম চন্দ্রনাথ ! আমি যখন ৩৪ বৎসরের, তখন আর একটি পুত্রসন্তান হয়, তাহার নাম কিশোরীলাল । তাহার পরে আর একটি পুত্রসন্তান ছয় মাস গর্ভবাস করিয়াই গত হয়। পরে যখন আমি ৩২ বৎসরের, তখন আর একটি পুত্রসস্তান হয়, তাহার নাম প্রতাপচন্দ্র। তাহার পর যখন আমি ৩৯ বৎসরের, তখন আর একটি কন্যাসন্তান হয়, তাহার নাম শামসুন্দরী । পরে আমি যখন ৪১ বৎসরের তখন আমার সৰ্বকনিষ্ঠ পুত্রটি জন্মে, তাহার নাম মুকুন্দলাল। ১৮ বৎসরে আমার প্রথম সস্তানটি হয়, আর ৪১ বৎসরে সর্বকনিষ্ঠ সন্তানটি হইয়াছে। ইহার মধ্যে ঐ ২৩ বৎসর আমার যে কি প্রকার অবস্থায় গত হইয়াছে তাহা পরমেশ্বর জানিতেন, অন্য কেহ জানিত না । ঐ বাটতে আটজন চাকরাণী ছিল, তাহারা বাহিরের লোক । সে সময় ঘরের কাজের লোক ছিল না। ঘরের মধ্যে আমি এক মাত্র ছিলাম। আমি পূর্বের ঐ নিয়ম মত সংসারের সমুদয় কাজ করতাম ! অধিকন্তু ঐ কয়েকটি সন্তান পালন করিতে হয় । এই সকল কাজের গতিকে আমার দিবারাত্র বিশ্রাম ছিল না। আর অধিক কি বলিব, আমার শরীরের বসুমাত্রও ছিল না। অন্ত বিষয়ে যত্ন দূরে থাকুক, ছবেলী আহার প্রায় ঘটিত না ; কাজের গতিকে কোন দিবস একবার আহারও ঘটিত না । এমনি কাজের ভিড় ছিল । ষাহী হউক, সে সকল কথায় প্রয়োজন নাই । বলিলেও লজ্জা বোধ হয় এবং বলাও ৰাহুল্য। তথাপি