পাতা:আমার জীবন.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমাব জীবন 3> পৃথিবী মধ্যে পশু পক্ষাদি ষে কিছু ইতর প্রাণী আছে, সর্বাপেক্ষ মনুষ্য-জন্ম দুর্লভ বটে । সেই ভুলভ জন্ম পাইয়াও আমি এমন মহাপাতকিনী হইয়াছি । আমার নারীকুলে কেন জন্ম হইয়াছিল । আমার জীবনে ধিক্ । পৃথিবী মধ্যে মাতার তুলা স্নহময়ী আর কে আছে মা তাকে পরমেশ্বরের প্রতিনিধি বলিলেও বল। যায এমন যে দুর্লভ বস্তু মা, এই মায়ের সব করিতে পারি নাই আহ ! আমার এ দুঃখ রাখিবার কি স্থান আছে ? আমি যদি পুত্রসম্মান হইতাম, আর মার আসন্ন কালের সম্বাদ পাইতাম, তবে আমি যেখানে থাকিতাম, পাখীর মত উড়িয়া যাইতাম কি করিব, আমি পিঞ্জর-বদ্ধ বিহঙ্গী । ষষ্ঠ রচনা জন্মিয। ভার ও ভূম, মজিয। মাহের ঘুমে, -তলায হারাই চিরদিন । ন। পাই উপায় তার, কোথা প্রভু বিশ্বাধার. দয কর আমি হে সুদীন । তুমি প্রভূ বিশ্বময়, তোমাতে প্রলয় লয়, শুদ্ধ তত্ত্ব কে জানে তোমার । কি করিব বরণন, পঞ্চমুখে পঞ্চানন, অনস্থ না পান অন্ত র্যার ॥ আগম নিগম যত, কোরাণ পুরাণ কত, করে তব তত্ত্ব নিরুপণ । কিন্তু কি জানিবে তারা, তোমার কৌশল ধারা, শুদ্ধ তত্ত্ব জানে কোন জন ॥ চরাচর ত্রিসংসারে, কে তোমা জানিতে পারে, তুমি নাহি জানালে আপনি । আমি কোন শক্তি ধরি, তোমাকে জানিতে পারি, তাহে ছার অবলা রমণী ॥