পাতা:আমার জীবন.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- আমার জীবন বিষয়কৰ্মে আবিষ্ট হইরাছে । আহা মরি! একি অপূর্ব কাও । আমার বাল্যচিহ্ন কিছুই নাই । এই অবস্থায় কিছু দিন যায়, ইতিমধ্যে আমার শাশুড়ী ঠাকুরাণীর মৃত্যু হইল। তাহার মৃত্যু হইলে ঘর একেবারে শূন্য হইল, ঘরে আমি একলা হইলাম। তখন ঐ সংসারের গৃহিণীর কর্মের ভার আমার উপর পড়িল। আমিও ভারি বিপদে পড়িলাম। তখন আমার চারিটি সস্তান হইয়াছে, আবার ঐ সংসারের গৃহিণীর কর্মের ভারটিও স্কন্ধে পড়িল । পূর্বের অবস্থা আর কিছু থাকিল না, সে সময় সমুদয় নূতন হইল । আমার নূতন বে নামটি পর্যন্ত পরিবর্তিত হইল। কেহ বলিত মা, কেহ বলিত মা ঠাকুরাণী, কেহ বলিত বউ, কেহ বলিত বউ ঠাকুরাণী, কেহ বলিত বাবুর মা, কেহ বলিত কর্তা মা, কেহ বলিত কর্তা ঠাকুরাণী এই প্রকার অনেক নূতন নূতন নাম হইল। আমার পূর্বের বাল্যচিহ্ন আর কিছুই নাই। এককালে বাল্যভাব পরিবর্তিত হইয়৷ আমি একজন পুরাতন মানুষ হইলাম। পূর্বে আমার শরীরের অবস্থা এবং মনের ভাব যে প্রকার ছিল, এখন তাহার সম্পূর্ণ বিপরীত অবস্থা প্রাপ্ত হইল । আমি যেন এখন সে আমি নই, আমি যেন ভিন্ন আর একজন হইরাছি । আমার মনের হুর্বলতা ঘুচিয়া কত বল এবং কত সাহস প্রাপ্তি হইল। আমার পুত্র কন্যা, দাস দাসী, প্রজা লোক ইত্যাদি নানা প্রকার সম্পদ বৃদ্ধি হইতে লাগিল । এই প্রকার অবস্থা দেখিয়া আমি মনে মনে ভাবিতে লাগিলাম, আমি এখন আচ্ছ একজন গৃহস্থ হইয়াছি, এ আবার কি কাণ্ড ! এখন অধিকাংশ লোকে আমাকে বলে কর্তা ঠাকুরাণী । দেখা যাউক, আরও কি হয় । আমার তিনটি ননদ ছিলেন, তখন র্তাহারা বিধৰা হইয়া আমার নিকটেই আসিলেন । র্তাহারা আমাকে যৎপরোনাস্তি স্নেহ কৱিতেন, এবং অতিশয় যত্ন করিতেন। আমিও তাহাদিগকে বিগ্রহতুল্য সেবা করিতাম, তাহারা সম্পর্কে আমার ছোট ননদ ছিলেন, তথাপি আমার এত ভয় ছিল যে, আমি সর্বদা তাহাদিগের নিকট সশঙ্কচিত্তে ষোড়করে থাকিতাম ; তাহারাও আমাকে প্রাণভূল্য স্নেহ করিতেন । বাস্তৰিক