পাতা:আমার জীবন.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন © 2 হইবে । তখন ঐ সকল চাকরাণীদিগের দুই একজনের সঙ্গে কখ। কহিতে লাগিলাম । আমার ননদদিগের সঙ্গেও স্পষ্ট করিয়া কথা কহিতাম। আমি ঐ সংসারের সমুদয় কাজ একা করিতাম, আর গোপনে গোপনে বসিয়া চৈতন্যভাগবত পুস্তকও পড়িতাম । তখন যে আমি পুস্তক পড়িতে পারি, তাহ অন্য কেহ জানিত না, কেবল ঐ চাকরাণী কয়েকজন জানিত । আর আমার নিকটে ঐ গ্রামের যে কযেকজন লোক সতত থাকিত, তাহারাই জানিত । এই প্রকারে কযেক দিবস গত হইল । পরে ক্রমে ক্রমে আমার আর কয়েকটি সন্তান হইল, তখন ক্রমেই আমার গৃহিণীর পদটি বৃদ্ধি পাইতে লাগিল । প্রায় সবত্রই দেখা যায .য, অনেকে সংসারের মুখের জন্য পরমেশ্বরের নিকট ঐশ্বর্য প্রার্থনা ক"র কিন্তু আমি দিবা করিয বলিতে পারি ঐশ্বর্ষে আমার কোন আ কঞ্চন ছিল না । তথাপি জগদীশ্বর স্বয অনুকূল হইয, সংসার পর্মে ,লাকের যাহা যাহ আবশ্যক লাগে, আমাকে তৎসমৃদয়ের কিঞ্চিৎ কিঞ্চিৎ দিযাছিলেন । এ বিষযে পরমেশ্বর আমার কোন আক্ষেপ রাখেন নাই । পুত্র কন্য, দাস দাসী, অনুগত প্রজ। লোক, কুটুম্ব স্বজন, মান সন্ত্রম, অ'মোদ আহলাদ প্রভৃতি সম্পদ লোকের যাগ ঘটিতে পারে, জগদীশ্বরের প্রসাদে আমার তাহ এক প্রকার বড় মন্দ ছিল না । লোকে বলিযা থাকে, অনেক সন্তান হইলে তাহার মাতার নান৷ প্রকার যন্ত্রণা হয় . সে কথাটি মিথ্যা নহে, যথার্থই বটে। তাহার কারণ এই স্পষ্টই দেখা যাইতেছে যে, লোকের সকল সন্তান একমত হয না । কেহ বা মূখ, কেহ বা ছশ্চরিত্র, কেহ বা কুরূপ কুৎসিত, কেহ বা নির্বোধ হয়, আর কেহ বা পৈতৃক ধনে জলাঞ্জলি দিয়া আসার কর্মে প্রবৃত্ত হইয়া থাকে। ঐ সকল কর্ম দেখিলে লোকে সহজেই নিন্দ করে । বাস্তবিক তাহ শুনিলে পিতামাতার মনে ভারি কষ্ট উপস্থিত হয় । এমন কি আপনার জীবনের প্রতি ধিক্কার জঙ্কিয়া থাকে । সস্তানের প্রতি মাতা-পিতার অকৃত্রিম স্নেহ, সুতরাং সন্তানের প্রতি কেহ যদি কুৎসিত ব্যবহার করে, কিম্বা তাহার কুৎসা করিয়া