পাতা:আমার জীবন.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন & ot এখন বোধহয়, রবিস্তুত-দর্শনেও আমার মন ভয়প্রাপ্ত হয় না, এ সমুদয় কাজ কাহার ? আর আমি মনের মধ্যে যখন যাহ। বাসনা করি. তাহা আমি কাহার নিকট বলি না, অন্ত লোক কেহ সে কথা জানেও না । তথাপি আমার মনের সে বাঞ্ছটি অনায়াসে পূর্ণ হয়, সেই সেই কম ব৷ আমার কে করে ? আর একটি অপরূপ কাণ্ড দেখিতেছি, ইতিমধ্যে আমার ঘর-বাড়ী, সংসার, পুত্র-কন্যা, দাস দাস, রাজা-সম্পদ প্রভৃতি নানাপ্রকার ঐশ্বর্য কোথা হইতে আসিল, এখন সকল লোক আমাকে বলে কর্তাঠাকুরাণী । এ কর্তাগিরি পদে কে আমাকে নিযুক্ত করিয়াছে ? আর কাহার অনুরোধেই বা আমি এ কর্মে নিযুক্ত আছি । আহা মরি মরি ! কি অদ্ভুত কাণ্ড ! এই সকল কৌশলের বালাই লইয়া মরি। এই সকল কর্মের মূল যিনি তাহাকে কি বলিব, সেই কর্মকারকে শত শত ধন্যবাদ দেই । আহা ! করুণাসাগর পিতা কোথা গে৷ ! তোমার এ অনাথ কন্যাটিকে একবার দর্শন দিয়া মনোবাঞ্চ পূর্ণ কর । জীবন সার্থক হউক । jমি সংসারে কেন বদ্ধ হইয়াছি । এমন মনোমোহিনী শক্তি দিয়৷ কে আমার মনকে মগ্ন করিয়া রাখিয়াছে । না আমার মন আপনি বিষয়ের ঐশ্বর্য-লোভে ভুলিয়া রহিয়াছে । আবার বলি না, তাহ wকন হবে, এ যে অন্যায় বলা হইতেছে, একজন কেহ ন দিলে মন পাবে কোথা । যিনি দয়া করিয়৷ আমাদের সকল দিয়াছেন, তিনি এই সংসারে আমাদিগকে মোহে মুগ্ধ করিয়া রাখিয়াছেন । আমার মনের মধ্যে এই প্রকার সকল তর্ক-বিতর্ক উপস্থিত হইল। এই প্রকার মনে হওয়াতে আমার মন ভারি ব্যাকুল হইয়া উঠিল । আমার মন তখন পুরাণ, কীর্তন শ্রবণাদির প্রাত ভারি বাগ্র হইল । তখনকার সেই এককাল ছিল ; সেকালে মেয়েছেলেদিগের স্বাধীনতা মোটেই ছিল না ; নিজের ক্ষমতায় কোন কর্মই করিতে পারা যাইত না, সম্পূর্ণরূপে পরাধীন হইয়া কালযাপন করিতে হইত। সে যেন এককালে পিঞ্জরাবদ্ধ বিহঙ্গীর মত থাকা হইত। তন্মধ্যে আমার মনে আবার কি প্রকল্প ভাব উদয় হইল, তাহাও কিঞ্চিৎ বলিতে হইল ।