পাতা:আমার জীবন.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন ●> ছেলেটিরও মৃত্যু হয়। আমার একটি পুত্র গর্ভবাসে ছমাস থাকিয়া গত হইয়াছে। আমার বড় পুত্র বিপিনবিহারীর ছটি পুত্রসস্তান হয়, ৩ বৎসর এবং ৪ বৎসরের হইয়া সে ছুটি সন্তানই মরিয়াছে । আমি যদি এই সকলের মৃত্যুর কথা একবার মনে করিয়া দেখি, তাহা হইলে আমার শোক বড় অল্প হয় না, শোকসাগর উথলিয়৷ উঠে । আমার পৌত্র, দৌহিত্র এবং ছয়টি পুত্র, আর একটি কঙ্কা, এই সমুদয় পরলোকপ্রাপ্ত হইয়াছে । অবশিষ্ট এখন আমার চারিটি পুত্র, আর একটি কন্য, এই মাত্র। পরে যে কি হইবে, তাহ পরমেশ্বরই জানেন ! সংসারী লোকের প্রতি পরমেশ্বর সম্পদ বিপদ হুই-ই সমান করিয়া দিয়াছেন । কেহ বা কষ্টের কথাটি আগ্রহ করিয়া মনে রাখিয়া সতত কষ্ট ভোগ করিতেছে । কোন লোক এমন€ uদখা ষায়, তাহাদিগের শত শত বিপদের রাশি সম্মুখে থাকিলেও তাঙ্গার। সেদিকে দৃষ্টিপাতও করেন না । সে যাহা হউক, লোকে বলে অস্ত্রের প্রহার আর পুত্রশোক এ দুইটিই সমান কথা । বাস্তবিক বিবেচনা করিয়া দেখিলে, অস্ত্রের প্রহার ও পুত্রশোক কখন সমান হইতে পারে না । অস্ত্রাঘাত মনুষ্কোর শরীরে যদি অধিক পরিমাণে হয়, তাহা হইলে তাহার মৃত্যু হষ্টতে পারে । আর যদি কিছু অল্প পরিমাণে হয়, তাহা হইলে যে পর্যন্ত শরীরে অস্ত্রের ঘা থাকে, সেই পর্যস্ত কষ্ট ভোগ করিতে হয় । ঐ ঘা যখন শুকাইয়া যায়, তখন আর শরীরে জ্বালা যন্ত্রণ কিছুই থাকে না । কিন্তু শোকাঘাত যাবজ্জীবন পর্যন্ত থাকে । যদিও অনেক কষ্টে বাহিরে কিঞ্চিং ধৈর্য ধরিয়া অন্তমনা হইয়া থাকা যায়, তাহা হইলেও শোকানল প্রবল বেগে অহরহঃ হৃদয় দগ্ধ করে । শোকে লাকের যেকপ দুর্দশ হয়, একপ আর কিছুতেই হয় না । শোকে লোক জ্ঞানহার হইয়া উন্মত্তপ্রায় হইয়া যায় । শোকে মনুষ্যের মনুষ্যত্ব থাকে না, আর কত প্রকার যন্ত্রণ ভোগ করিতে হয়, তাহা বলা যায় না। শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যুর অধিক ফল হয় ।