পাতা:আমার জীবন.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

be আমার জীবন নবম রচনা ওহে প্রভু কৃপাসিন্ধু, অনাথ জ্ঞানের বন্ধু, অখিলের বিপদভঞ্জন । ডাকিতেছে প্রাণপণে, শুনে কি শুন না কানে, বধির হয়েছে কি কারণে ॥ তোমার পালিত সৃষ্টি, একবার কর দৃষ্টি, আছি নাথ চাতকিনী প্রায় । জানিয়া মনের কথা, কেন কর কপটতা, আর কত জানাব তোমায় ॥ নির্দয় হুৰ্জন জনে, স্মরণ করিলে শুনে, তুমি নাথ দয়ার সাগর । আমি নারী পরাধীন, তাতে পুনঃ শক্তিহীন, কৃপণতা আমারি উপর। এই চরাচরে কত আছে পাপী শত শত, মুক্তিপদ পাইবে সকলি । ছাড়ি এ অবল জনে, উদ্ধারিবে জগজনে, দেখিব কেমন ঠাকুরালী ॥ তুমি ব্রহ্মাণ্ডের পতি, পতিত জনের গতি, নাম ধর পতিতপাবন । রাসমুন্দরীর হাতে, পারিবে না ছাড়াইতে, দিতে হবে অভয়চরণ ॥ পরমেশ্বরের কাণ্ড বুঝা ভার। তিনি যে কখন কি করিবেন তাহা তিনিই জানেন । আমি যে পর্যন্ত আপনার হাতে খাইতে শিখিয়াছি ( এ কথাটি আমার বেশ স্মরণ আছে ), সে পর্যন্ত আমি কখন আপনার হাতে ভিন্ন অন্ত কাহারও হাতে থাই নাই । অদ্য ১৯৮০ সালের ২৭শে ভাদ্র অবধি এত কাল পরে সেই বাল্য অবস্থাটি ঘটিয়াছে। আমার পাক প্রস্তুত, থাইতে বসিব, এমত সময়ে আমার দক্ষিণ হস্তের মধ্যম অঙ্গুলীটিতে দৈবাৎ আঘাত লাগিয়া রক্ত প্রবাহিত হইল। তখন