পাতা:আমার জীবন.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ቖ स्षषिiब्र' ह्मैबन। আমরা তাহার কিছুই জানি না, ইহা নিতান্ত আক্ষেপের বিষয় । আমরা তদ্বিষয়ে যত্নবান না হইয়া নানা প্রকার স্থঃখাণৰে মগ্ন হই । একি আমাদের সাধারণ তুরষ্টের কর্ম। আমাদের হৃদয়-প্রকোষ্ঠ এমন রত্নপূর্ণ রহিয়াছে যে ( আমরা এমন হতভাগ্য ) তাহা আমরা খুলির ন। দেখিয়া দীনদরিদ্রের মত হাহাকার করিয়া দিবারাত্র র্কাদিয়া বেড়াই, একি সামান্ত দুঃখের বিষয় ! ভাবিয়া দেখিলে হৃদয় বিদীর্ণ হুইয়া যায়। আমার যদি মাতৃদত্ত এই মহামন্ত্র ধন না থাকিত, তাহা হইলে আমার যে কি পর্যন্ত দুর্দশা ঘটিত, তাহা বলা যায় না । যাহা হউক, কুপাময়ের কৃপাতে আমার মন সতত প্রেমানন্দেই পরিপূর্ণ আছে । ইহাতেই আমি কৃতার্থ হই । হে দয়াময় দীনবন্ধু পরম পিতা ! তোমার যে কত দয়া আমাদিগের উপর স্পষ্ট প্রকাশিত রহিয়াছে, আমরা তাহ দেখিয়াও দেখি না এবং জানিয়াও জানি না । পিতঃ ! তুমি আমাদের এই শরীরের মধ্যে কত অপূর্ব কৌশল করিয়া রাখিয়াছ । আমরা এই শরীরের মধ্যে প্রবেশ করিয়া রহিয়াছি এবং সর্বদা এই শরীর নিরীক্ষণ করিতেছি । কিন্তু আমাদের শরীরের মধ্যে কথন কি প্রকার ঘটনা গুইতেছে, তাহা আমরা সম্পূর্ণরূপে জানিতে পারিতেছি না । হে নাথ দয়াময় । তোমার কৌশলের কণিকা মাত্রও আমরা জানিতে পারি না, তাহাতে আবার তোমাকে জানিতে ইচ্ছা করি । হে নাথ ! যে ছোমার স্বরূপ নির্ণয় করিতে চাহে, সে নিতান্ত অজ্ঞান, তাহার তুল্য নির্বোধ আর নাই। কিন্তু আমাদের মনে এই কথাটি বড় বিশ্বাস আছে যে, তুমি ভক্তবৎসল। বিশেষ তুমি আপনি বলিয়াছ যে, ভক্ত আমার মাতাপিত, ভক্ত আমার প্রাণ ; ভক্তের হৃদয় আমার বিশ্রামের স্থান । তোমাকে যে একান্ত মনে ডাকে, তাহার নিকটে তুমি বিনা বন্ধনেই বন্দী হইয়া থাক। যাহা হউক, আমার সকল কর্মের মূল কারণ তুমি। আমার মনে যখন যে ভাবের উদয় হয়, তাহ সমুদ্র তুমি জান, তোমার অগোচর কিছুই নাই । যখন আমার মন পুস্তক পড়িবার জন্ত ব্যাকুল খার্কিত, তখন তুমি এমনি কৌশল করিলে যে, ঐ বাটতে যে সকল পুস্তক ছিল, আমি সে সমুদয় ক্রমে ক্রমে পাঠ