পাতা:আমার জীবন.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

いbア আমার জীবন হইল। আমার শরীরের অবস্থা এবং মনের ভাব পূর্বে কি প্রকার ছিল, এবং এখনি বা ক্রমে ক্রমে কি প্রকার অবস্থাপ্রাপ্ত হইতেছে, তাহা নির্ণয করিয়া বল বড় সহজ কর্ম নহে ; একটু কঠিন ব্যাপার বলিতে হইবে । বিশেষতঃ আমার শক্তিতে তাহার যে সম্পূর্ণ ঘটন। সমস্ত নির্ণীত হইয়া উঠিবে, এমন ভরসাও করি না। তবে কেনমতে যৎকিঞ্চিং বলিতেছি— আমার পাঁচ ছয় বৎসর পর্যন্ত শরীরের অবস্থা, মনের ভfব কি প্রকার ছিল, তাহা আমি যদিও বলতে পারি না, তথাপি বে ধ হয় তখন সম্পূর্ণ অজ্ঞান অবস্থান ছিলাম, আমার তাহার কিছুমাত্র স্মরণ নাই । পরে যখন সাত আট বৎসরের ছিলাম, তখন আমার মনের জ্ঞানের অঙ্কুর হইয়াছিল বটে, কিন্তু তাহাতে কোন ফল দর্শে নাই । তখন আমার মনের বড় জড়তা ছিল এবং শরীর অতি সুকোমল বলহীন ছিল, এমন কি, আপনার শরীর পালনের ভারও অন্তের উপরে ছিল। নিজের শক্তিতে কোন কাজ হইত না । এই প্রকার অবস্থায় কতক দিবস গত হইয়াছে । পরে বার বৎসর বয়ঃক্রমের সময় আমার বিবাহ হইয়াছে , Lসই হইতে আমি আমার পিত্রালয়ের অতুল স্নেহ হইতে বঞ্চিত হইয়৷ সম্পূর্ণরূপে পরাধীন হইয়াছি । তখন আমার বাল্য ভাব এককালে পরিবর্তিত হইল, তখন আমি নূতন বোঁ হইলাম। আমার অলঙ্কারাদি যে কিছু লাগে, তাহ সমুদয় নূতন হইল, আমিও নূতন বেশ ধারণ করিয়া, নূতন বৌ হইয়া, নূতন নূতন ব্যবহার সমুদয় শিখিতে আরম্ভ করিলাম। ঐ বার বৎসর পরে এদিকে আর ছয় বৎসর পর্যন্ত আমি সম্পূর্ণ নূতন বে ছিলাম। ইতিমধ্যে পরমেশ্বর আমার শরীরে যেখানে ষে প্রকার প্রয়োজনীয় বস্তু লাগিবে, তাহার সমুদয় সরঞ্জাম দিয়া, আমার শরীরতরণী সাজাইয়া দিয়াছেন। আহা কি আশ্চর্য । কৌশলের বালাই লইয়t মরি। আমার শরীয় হইতে এত গুলা ঘটনা হইতেছে, আমি তাহাঙ্ক