পাতা:আমার জীবন.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ 8 আমার জীবন প্রবল আশা দিয়া নিরাশ করিতে কখনই পরিবে না। আমার এ আশা তোমার পূর্ণ করিতে হবেই হবে । বিশেষ আমায় মনে এই প্রকার একটি দৃঢ় বিশ্বাস রহিয়াছে যে, তুমি আমাদিগের স্থষ্টি করিবার পূর্বে সমুদয় বস্তু প্রস্তুত করিয়া রাথিয়াছ, সেটি বেশ স্পষ্ট দেখা যাইতেছে । বাস্তবিক আমাদিগের সকল সম্পূর্ণ করিয়া দিয়াও তুমি ক্ষান্ত থাকিতে পার নাই। আমাদিগের জীবনে মরণে, সম্পদে বিপদে সকল সময় অহরহঃ তুমি সঙ্গে সঙ্গেই আছ ; এবং রক্ষণাবেক্ষণ করিতেছ। যখন তোমার এমন অতুল দয়া আমাদের প্রতি অপিত রহিয়াছে, তখন কি আর অন্য কথা আছে ! তুমি এমন প্রবল আশা দিয়া আবার নিরাশ করিবে, এমন কখনই সস্তৰ হইতে পারে না । বিশেষতঃ তুমি অনাথের নাথ নির্ধনের ধন এবং বিপদের তরণী, দুর্বলের বল, এই সকল নামটি তোমার জাজ্জল্যমান প্রকাশ পাইতেছে । তাহা কি তুমি এই ক্ষুদ্র বিষয়ের জন্য অন্যথা করিতে পারিবে, কখনই নতে । হে বিশ্বব্যাপী সর্বশক্তিমান পরম দেবতা ! তোমার অসাধ্য কর্ম কিছুই নাই। এই চরাচরে যে কিছু পদার্থ আছে, সে সমুদয় তোমারি স্মৃষ্টি । তুমি ইচ্ছাময়, তোমার ইচ্ছাতেই স্থষ্টি চলিতেছে। আবার ইচ্ছা হইলে এই স্মৃষ্টি কটাক্ষে তুমি বিনাশ করিতেও পার। কিন্তু তোমার পক্ষে এই কর্ম নিতান্ত অসম্ভব । তুমি কোন মতে এ কর্ম করিতে পারিবে না । বাস্তবিক আমরা যদি তোমার নিকট অতিশয় ঘূণাস্পদ কর্মও করি, কিম্বা শত শত অপরাধেও অপরাধী হই, তথাপি তুমি তোমার কোল হইতে আমাদিগকে দূরে নিক্ষেপ করিতে পারিবে না । আমরা যেখানে থাকি, সেখানেই তুমি আছ । দ্বাদশ রচন৷ নাথ হে জানাব কত, দীনের দিনতে গত, মনের আক্ষেপ রৈল মনে । কত সাধনার কর্ম, . মমুক্ত স্থলভ জন্ম, গত হ’ল মিজান্ন সঘনে ॥