পাতা:আমার জীবন.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* g. আমার জীবন একদা সেইরূপ আশ্চর্য একটি স্বপ্ন আমিও দেখিয়াছিলাম। তাহা বিশেষ করিয়া বলিতেছি । আমার একুশ বর্ষ বয়স্ক তৃতীয় পুত্র প্যারীলাল বহরমপুর কলেজে পড়ত। আমি বাটী আছি । আমার সেই ছেলেটি বহরমপুরে পড়িতে গিয়াছে। সে সেই স্থানেই আছে । ইতিমধ্যে এক দিবস নিদ্রাবেশে আমি স্বপ্ন দেখিতেছি, যেন আমার প্যারীলাল কাহিল হইয়া পড়িয়াছে। এমন কি, এককালে আসন্নকাল উপস্থিত হইয়াছে । আমি স্বপ্ন দেখিতেছি, যেন আমিও সেই স্থানে দাড়াইয়া আছি। এই প্রকার দেখিতে দেখিতে পরে দেখিলাম, তাহার যেন মৃত্যু হইল। তখন তাহাকে মাটিতে শোয়াইয়া একখানা কাপড় দিয়া ঢাকিয়া রাখিল । আমি যেন সেই স্থানেই দাড়াইয়া এ সকল দেখিতেছি । কিন্তু আমার শরীর মন স্বপ্নাবেশেই ঐ সকল কাণ্ড দেখিয়া থর থর করিয়া কঁাপিতে কঁাপিতে অবশ হইয় পড়িল । আমি মাটিতে পডিয়া কঁদিতে লাগিলাম। এই প্রকার দেখিতে দেখিতে আবার দেখিলাম, যেন আমার প্যারীলালকে লইয়া গঙ্গার ঘাটে যাইয়া দাহ করিতে লাগিল । আমি যেন সেই সঙ্গে সঙ্গেই আছি। অগ্নির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া যেন কাদিয়া বেড়াইতেছি । তখন আমার প্রাণ যে কি পর্যন্ত ব্যাকুল হইয়াছে, তাহ বর্ণনাতীত । আমার নিতান্ত ইচ্ছা হইতেছে যেন, আমি ঐ চিতার অগ্নির মধ্যে বীপ দিয়া পড়ি, কিন্তু তাহ পারিতেছি না । দাহনের পর দেখিলাম, সকলে যেন চিতার সংস্কার করিয়া বাটীতে চলিয়া গেল। আমি যেন সেইস্থানে গঙ্গার চরের উপরে পড়িয়া প্যারীলাল ! প্যারীলাল । বলিয়া উচ্চৈঃস্বরে ডাকিতেছি আর র্কাদিতেছি । কিছুক্ষণ পরে দেখিলাম, একখানা ছোট নৌকা যেন গঙ্গার মধ্যে দিয়া আসিতেছে। সে নৌকাখানার উপরে ছৈ টৈ কিছুই নাই । একজন লোক দাড়াইয়া রহিয়াছে, আর একজন লোক ঐ নৌকাখানা বাহিয়া আসিতেছে ; আমি কাদিতে কঁাদিতে একবার তাকাইয়া দেখি, যেন আমারি প্যারীলাল নৌকার উপর দাড়াইয়া আছে। এতক্ষণ আমি এত কাম কাদিয়ুছি যে, আমার চক্ষের জলে সকল গা যেন