পাতা:আমার জীবন.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*● আমার জীবন কত লোক যে বসিয়া রহিয়াছে, তাহার সংখ্যা নাই। বাস্তবিক সেটা যেন বিচারালয়, এই প্রকার আমার বোধ হইতে লাগিল । সে যাহা হউক, প্যারীলাল আমাকে একবার মাত্র বলিয়াছিল, মা পুথি শুনিবেন, আমার সঙ্গে চলুন ! এই কথাটি ভিন্ন আমাকে আর কিছুই বলে নাই । আমি প্যারীলালকে পাইয়া যেন কত হারান ধন পাইলাম । এই প্রকারে যৎপরোনাস্তি সন্তোষ প্রাপ্ত হইয়া, প্যারীলালের সঙ্গে চলিলাম। তখন প্যারীলাল আমাকে সেই আঙ্গিনাতে রাখিয়া, দালানের মধ্যে ঐ সিংহাসনের উপরে উঠিয়া বসিল । আমার পানে আর একবারও ফিরিয়া তাকাইল না । তখন আমি যেন পেষ্ট দালানের সম্মুখে আঙ্গিনাতে দাড়াইয়া কাদিতেছি, আর প্যারীলাল আইস বলিয়া ডাকিতেছি । আমি যে স্থানে আঙ্গিনাতে দাড়াইল্পী রহিয়াছি, সেই স্থান হইতে আমি প্যারীলালকে বেশ দেখিছে পাইতেছি । কিন্তু আমি যে এত কঁদিতেছি, আর এত প্রকার খেদ করিতেছি, প্যারীলাল তাহাতে কিছুই উত্তর দিতেছে না । আমি এই প্রকার স্বপ্ন দেখিয়া কাদিতে কঁাদিতে জাগিলা- । আমি জাগিয়া ও নিদ্রাবেশে স্বপ্নে কঁদিতেছি । জাগিয়া ও আমার শরীরে যেন সেই প্রকার ভাব রহিয়াছে। ঐ স্বপ্নে আমি এত কাম। কাদিয়াছি যে, জাগিয়া দেখি যে আমার চক্ষের জলে কাপড় এবং বিছানা সকল ভিজিয়া গিয়াছে । আর আমি মুখে কথা কহিত্তে পারিতেছি না, আমার মনঃপ্রাণ এমনি অস্থির এবং ব্যাকুল হইয়াছে, যেন আমার বুকের মধ্যে ধড়ফড় করিতেছে । তখন আমি মনে মনে আমার মনকে কত প্রকার সাস্বনা করিতে লাগিলাম, আমার মন কিছুতেই শান্ত হইল না। পরে আমি সেই তারিখটি লিখিয়া রাখিলাম । তখন আমার ঐ প্রকার ব্যাকুলভাব দেখিয়া, বহরমপুরে লোক পাঠাইরা সংবাদ আনীত হইল। আমি স্বপ্নে প্যারীলালের মৃত্যুন্থ বিষয়টি যে প্রকার দেখিয়াছিলাম, অবিকল সেই প্রকার সমুদয় ব্যাপার ঘটিয়াছে r সেই বিলে, সেই সময়ে, সেই প্রকার অবস্থায় আমাৰু