পাতা:আমার জীবন.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रांगांब्र खैौदन リア3 প্যারীলালের মৃত্যু হইরাছে । কি আশ্চর্য । আমি নিদ্রাবেশে স্বপ্নে দেখিয়া, কুস্বপ্ন বলিয়া যাহ মুখে বলিতে পারি নাই, বাস্তবিক তাহ প্রত্যক্ষ সত্য হইয়া গিয়াছে । মনের অলৌকিকতা ওরে আমার মন! তুমি কি সত্যই আমার মন, আমার সর্বস্ব তোমার হস্তে সমৰ্পিত রহিয়াছে । তোমার ভাব-ভঙ্গী দেখিয়া একবার আহলাদ-সাগরে মগ্ন হই, আবার বিষাদে অঙ্গ জর্জর হইয়া যায় ! তুমি কি আমার শত্রু কি মিত্র, তাহা আমি কিছুই বুঝিতে পারি না । মন ! তুমি আমার মন মুখে বলি বটে, কিন্তু কর্মের দ্বারা দেখিতে পাই তোমার অসীম শক্তি ; তুমি পলকে এই পৃথিবী পর্যটন করিয়া থাক, তোমার সঙ্গে অন্ত কাহার তুলনা হয় না। বাস্তবিক আমাদের মন কি আশ্চর্য বস্তু। এমন উৎকৃষ্ট পদার্থ আর কিছুই দেখা যায় না। এক দিবস মনের মধ্যে অতি আশ্চর্য একটি ঘটনা হইরাছিল, সেই ঘটনাটি বিশেষ করিয়া বলিতে হইল । অস্তরে স্পষ্ট্রদর্শন ফরিদপুর জেলার অন্তর্গত রামদিয়া গ্রামে আমাদের বাটী। আর ঐ জেলার মতালকে বেলগাছির থানা আছে । রামদিয়া হইতে বেলগাছির থানা প্রহরখানেকের পথ অন্তর । এক দিবস আমার বড় ছেলে বিপিনবিহারী কোন কার্যোপলক্ষে ঘোড়ায় চড়িয়া সেই বেলগাছির থানায় গিয়াছে। আমি রামদিয়া বাটতে আছি। আমি বাটতে থাকিয়া দেখিতেছি । এ সকল স্বপ্ন দেখিতেছি তাহা নহে, জাগিয়া আছি, রাত্রি হয় নাই । প্রাতঃকালে দণ্ডচারি বেলার সময়ে মনের মধ্যে দেখিলাম, যেন বিপিন ঐ বেলগাছির থানার নিকটে গিয়া ষোড়ার উপর হইতে পড়িয়া গেল। পড়িয়া যেন এককালে মূৰ্ছিতপ্রায় হইল । ইহা দেখিয়া গ্রামের নিকটবর্তী লোকেরা আসিয়া বিপিনকে विष्ट्रिण ! জীবদ-৬