পাতা:আমার জীবন.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

切a আমার জীবন বিপিনের ঐ বিপদ দেখিয়া বাল-বৃদ্ধ সকল লোক হাহাকার শব্দ করিতে লাগিল, আর কেহ বা বুকে সান, কেহ বা মুখে জল, কেহ বা বাতাস করিতে লাগিল। আমি বাটতে থাকিয়া এই সমুদয় ঘটনা বেশ স্পষ্টরূপে দেখিতে লাগিলাম, আমি এক একবার আমার মনকে ধমকাইয়া বলিতে লাগিলাম, ছিছি মন! তুমি এমন অমঙ্গলের কথা বলিও না ! বিপিন ঘোড়া হইতে পড়িবে কেন ? আমার বিপিন ভালই আছে। আমার মনকে আমি নানাপ্রকারে বুঝাইতে লাগিলাম । মনকে বারণ করিয়াই বা কি হইতে পারে, শুধু মন ত বলিতেছি না, আমি মনের মধ্যে ঐ সকল ঘটনাগুলি যে স্পষ্টরূপে দেখিতে পাইতেছি । কেবল মন কেন, লোকেও যেন সেই স্থানে দাড়াইয়া দেখিতেছে, আমিও সেই প্রকার সমুদয় ব্যাপার দেখিতেছি । সে স্থানে যত লোক রহিয়াছে, আমি আমার মনের মধ্যে সে সকলের সঙ্গেই বিপিনকে সেই অবস্থায় দেখিতেছি । এই প্রকার দেখিতে দেখিতে দেখিলাম, কয়েকজন লোক বিপিনকে ধরিয়া থানার ভিতরে লইয়া গেল। ঐ থানার ভিতরে লইয়া একখানা কেদারার উপর বসাইল । বিপিন এমন কাতর হইয়াছে যে, সে কেদারাতে শুইল । আমি দিবাভাগে বাটতে সমুদয় সংসারের কাজ করিতেছি, আর আমার মনের মধ্যে এই প্রকার ঘটনাগুলো জাজ্জল্যমান দেখিতেছি । ঐ সকল দেখিয়া অস্তঃকরণ ভারি ব্যাকুল হইল। তখন আমি আমার মনের কথা মুখে প্রকাশ করিয়া বলিতে লাগিলাম। আজি আমার মন কেন এমন অমঙ্গলের কথা বলিতেছে। শুনিয়া কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিল, কেন তোমার মন আজি কি বলিতেছে । তখন আমি বলিলাম, বিপিন যেন ঘোড়া হইতে পড়িয়া অতিশয় কাতর হইয়াছে, আমার মনের মধ্যে এই প্রকার দেখিতেছি। আমার এই কথা শুনিয়া তাহারা বলিলেন, তুমি মনের মধ্যে যাহা ভাবিতেছ, তাহাই দেখিতেছ, বিপিন কুশলে আছে, কোন চিন্তা নাই। ইহাদিগের এই সকল সাৰনাবাক্যে আমার মন কোন মতে সাৰনা মানিল না। পরে ক্রমে ক্রমে বস্ত