পাতা:আমার জীবন.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন ס\ ל বেলা শেষ হইতে লাগিল, তত দেখিলাম, বিপিনকে যেন ঐ ঘোড়ার উপরে বসাইয়া চুই দিকে দুই জন লোক ধরিয়া রহিল, বিপিন ঘোড়ার উপরে বসিতে পারিল না। পরে দেখিলাম, একজন লোক পান্ধী খুজিয়া বেড়াইল, কিন্তু পান্ধী না পাইয়া একজন বলবান লোক বিপিনকে কোলে করিয়া বাটতে আনিতে লাগিল । আমি উহাদিগের সঙ্গে সঙ্গে সকল পথ দেখিতে দেখিতে আইলাম। এই প্রকার আমি মনের মধ্যে দেখিতে লাগিলাম। এ রাত্রি নহে দিবস, স্বপ্নও নয়, আমি জাগিয়া হাটিয়া বেড়াইতেছি । এই প্রকারে আমার মনে ভারি কষ্ট হইতে লাগিল । ছেলেটি শারীরিক কুশলে এখন বাটতে পৌছিলেই বাচি । এই প্রকার দেখিতে দেখিতেই রাত্রি হইল। তখন আমি বিষগ্ন-বদনে গৃহের দ্বারে বসিয়া রহিলাম। উহারা বাটীর নিকটে যখন আইল, উহাদিগকে দেখিয়া কুকুরগুলো ডাকিয়া উঠিল । তখন পর্যন্ত আমি দেখিতেছি । রে যখন বাহির বাট হইতে বাটীর মধ্যে বিপিনকে কোলে করিয়া আনিল, তখন আমি আর কিছুই দেখিতে পাই নাই । এমন কি ও সকল কথা আমার একেবারেই বিস্মৃতি হইয়া গেল। আমি সমুদয় কথা ভুলিয়া গেলাম। ইতিমধ্যে ঐ লোক বিপিনকে পাথালি-কোলা করিয়া বাটীর মধ্যে আঙ্গিনাতে আনিয়া বলিল, কোথা রাখিব ? তখন আমি মনে মনে বলিতে লাগিলাম, ও কি আনিল ? উহাদের সঙ্গে এক ছোড়া খানসাম৷ গিয়াছিল। সে আমার নিকটে আসিয়া দাড়াইল । আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ও কিরে । ওরা কি আনিয়াছে ? সে বলিল, মা ঠাকুরাণী ? উহার কোলে বড় বাবু আমি বলিলাম, বড় বাবু আবার কোলে উঠিয়াছে কেন ? সে বলিল, আমাদের বড়বাবু ঘোড়ার উপর হইতে পড়িয়া মাজা ভাঙ্গিয়া ফেলিয়াছেন। ঘোড়াতে উঠিতে পারিলেন না, এবং পাঙ্কীও পাওয়া গেল না, এজন্ত তকি সরদার কোলে করিয়া আনিয়াছে । আমি গড়াতাড়ি দেখিতে গেলাম । ঘরে विशन कङ्गदे श्णि, दिनिस काङ्ग हृदे८७ cहकृछि ब्रि! जानिम्ना सरेद्र।