পাতা:আমার জীবন.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 আমার জীবন পড়িল । তখন আমি গিয়া বিপিনের নিকটে বসিলাম । তখন অস্তান্ত অনেক লোক আসিল এবং বাটীর সকলে মহা ব্যস্ত হইয়া বৃত্তাস্ত জিজ্ঞাসা করিতে লাগিলেন । বিপিনের সঙ্গে যত লোক ছিল, তাহারা সকলে বলিতে লাগিল, এবং বিপিন নিজেই আদ্য অন্ত সকল কথা বলিল । সকলে শুনিয়া মহাহুঃখ প্রকাশ করিতে লাগিলেন। ঐ সকল কথা সত্যই সফল হইয়াছে, বিপিনের মুখে শুনিয়া এককালে অবাক হইলাম। কি আশ্চর্য! আমি সকল দিবস মনের মধ্যে যে যে ঘটনা দেখিয়াছি, বিপিন প্রত্যক্ষে সে সমুদয় কথা বলিতেছে । বিপিন যে প্রকারে ঘোড়ার উপর হইতে পড়িয়াছিল, যে প্রকারে ঐ গ্রামের লোক বিপিনের বিপদ দেখিয়া হাহাকার শব্দে চতুর্দিকে ঘিরিয়া সুস্থ করিবার চেষ্টা পাইয়াছিল, যে প্রকারে থানার ভিতরে লইয়া গিয়া একটি ছোট ঘরে শোয়াইয়া রাখিয়াছিল, সেই সকল ব্যাপার আমি যেরূপ দেখিয়াছিলাম, বিপিনও তাহাই বলিল। ফলতঃ আমি সমস্ত দিবস মনের মধ্যে যে সকল কাণ্ড দেখিয়াছিলাম, সেই প্রকার সমুদয় কাণ্ড ঘটিয়াছে, প্রত্যক্ষে শুনিলাম। এই ব্যাপার আমি মনের মধ্যে স্পষ্টরূপে দেখিয়াছি, কি আশ্চর্য! এই কথাটি মনে ভাবিয়া আনন্দ রসে আমার চক্ষের জল ঝর ঝর করিয়া পড়িতে লাগিল । আমার চক্ষের জল দেখিয়া সকল লোক আমাকে সাম্বন৷ করিতে লাগিল। ঐ সকল লোক মনে করিল, আমি ছেলের জন্যই কাদিতেছি । বাস্তবিক সে কান্না আমার ছেলের জন্য নহে, পরমেশ্বরের আশ্চর্য কাণ্ড দেখিয়া কাদিতেছি। রাত্রি নহে দিবস, স্বপ্ন নয় বসিতে পারিল না । তখন একটি ছোট ঘরের মধ্যে লইয়া শোয়াইয়া আমি জাগিয়া রহিয়াছি ; তবে আমি কি প্রকারে বাটতে থাকিয়া সকল ঘটনা জাজ্জল্যমান দেখিলাম ; ইহার পর আশ্চর্ষ আর কি হইতে পারে, পরে ছেলের কষ্ট দেখিয়া বিষাদে অঙ্গ জর্জর হইল। সে বাহী হউক, আমার মনের ভাব গতিক দেখিয়া আপনি বিস্ময় মানিলাম। আমি আর একটি আশ্চৰ কাও দেখিয়াছি। সে কথাটিও তবে ৰলি ।