পাতা:আমার জীবন (চতুর্থ ভাগ) - নবীনচন্দ্র সেন.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবার চট্টগ্রামে।" Roro তাহাকে বিশেষরূপে স্মরণ রাখিতে বলিয়াছেন এবং কোনও রূপ। "নোট” দিতে ঠাহাকে বিশেষরূপে নিষেধ করিয়াছেন। চার্জ দিয়া তাহার সঙ্গে ঠান্ধীর গৃহে গিরা সাক্ষাৎ করিয়া যাইতে তিনি আমাকে আবার লিখিয়া পাঠাইলেন । আমি ঘোরতর বৃষ্টির মধ্যে তাহার শৈলস্থ ভবনে উপস্থিত হইলাম। তিনি আজ আমার প্রতি DDu KDBDD BDDD DBBtL tDBLJSASutDS DDDD S S DD LDBS আমি আপনার মত কর্ম্মচারী আর পাইব না, এবং আপনার মত স্পষ্টবাদী দেশীয় লোকের সংস্ৰৰেও আর আসিব না। আমি এত দিন ভারতবর্থে কাটাইলাম, অথচ ভারতবর্ষের কিছুই জানি না বলিলে চলে। অতএব আপনার সঙ্গে আমি নানা বিষয়ে একটু দীর্ঘ আলাপ করিতে চাহি ।” তখন তিনি পাটনার কালেক্টর মেটকাফ সাহেবের মত আমার সঙ্গে সামাজিক, ধার্ম্মিক, ঐতিহাসিক ও রাজনৈতিক নানা বিষয়ে আলাপ করিতে লাগিলেন । আমি প্রথমতঃ এরূপ বিষয়ে আমার উপরিস্থ কর্ম্মচারীর সঙ্গে আলাপ করা আমার নীতি বিরুদ্ধ সুমিত হইলাম। তিনি তাহার সন্মানের (honour) দোহাই দিয়া বলিলেন, তিনি বন্ধুভালে জিজ্ঞাসা করিতেছেন, এবং তঁreার সঙ্গে আমার ঘোরতর মতভেদ হইলেও তিনি অসন্তুষ্ট না হইয়া, বরং আমাকে DBBD DBDB S BDBBBBLSS S YzB BDBl YLBDBBD BDDD DLDLDDSDD YD DDDBDBD L BDBDBS DDBDB DDBD DBDB DBDBD DDDD ইত্যাদি বিষয়ে সরল অন্তঃকরণে বুঝাইসাম। তাহার তর্কের স্রোত ক্রমে মন্দ হইয়া আসিল । তিনি শেষে নীরবে গৰাক্ষ পথে প্রাকৃতিক শোভার দিকে চাহিরা বহুক্ষণ চিন্তামার রহিলেন । তাহার পর আমি বিদায় চাহিলে আমাকে বড় সন্মানের সহিত বিদায় দিয়া বলিলেন“আমি জানিতাম যে এ সকল বিষয়ের প্রকৃত তত্ব আমি আপনার কাছে