পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ক্যানেড ও মাকিন বিশ্ববিদ্যালয়ের সামাজিক দৃশ্ব * ভারতবর্ষ ত্যাগ করিবার পূর্ব্বে আমরা খুব কমই নিজেদের দেশের মেয়েদের সহিত মিশিবার সুযোগ পাঠয়ছিলাম । ত তার প্রথম কারণ এই যে, আমেরিকাতে যত স্ত্রী স্বাধীনত আছে, এদেশে তত নাই । যখন আমরা সেচ স্বাধীন রাজ্যের “ ডান কাটা” পরীদের সহিত “.\thome,” “Ball-dancing,” “Peanut banquet,” “Epworth league” প্রভৃতিতে মিশিতাম, তখন সেই দেশের নারীরা অত্যন্ত মেশামিশি সত্ত্বে ও তাঙ্গাদের সরলতা ও পবিত্রতাকে 'ক রূপে রক্ষা করিয়া চলিতেন, তাহাই আমাদের নিকট প্রথম আশ্চর্যা বলিয়। বোধ হইয়াছিল। আমি সে দেশের বিশ্ববিদ্যালয়ের কতকগুলি সামাজিক দৃশু পাঠক পাঠিকাগণের নিকট অগ্রে বর্ণনা করিয়া দে থাইতেছি । আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুলি Co-educational অর্থাং SBBBBBBB BB BBS BBBSBBB BBBS BBB BBB BBB BBBBB একসঙ্গে শিক্ষালাভ করেন, সকলেই একত্রে Lecture শুনিয়া থাকেন, go Laboratory. 2 #18 on, Oratorical & debating contest এ যোগদান করেন । যখনই কোন একটা “.\t-home বা Social night” হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ছাত্রদের অপেক্ষা কার্য্যে বেশী উদ্যোগিণী হন । ক্যানেড়ায় থাকিতে টরন্টে বিশ্ববিদ্যালয়ের কৃষি কলেজের “.Athome”এ কয়েকবার গিয়াছিলাম । ঐ কলেজের দুইটী residence ( বাসগৃহ ) আছে – একটা ছাত্রদের জন্ত, আর একটা ছাত্রীদের go otălso residence a goël et&t's Reception room ( অভ্যর্থনা গুহ ) আছে এবং কতক গুলি cos\ corners ( নির্জনে বসিয়া গল্প করিবার স্থান ) আছে । প্রতিপক্ষে একবার শুক্রবারে ছাত্রীরা ছাত্রদের ".\t-Home”এ নিমন্ত্রণ করেন । • বামবোধিনী পত্রিক, সেপ্টেম্বর, ১৯১৭ ,