পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ૪ ૨ (t করা উচিত। কারণ অধিক বয়সের ময়েরা সহজে বিবাহে মত গুলশ করেন না, সুদীর্ঘ কোর্টসিপেৰু প্রয়োজন হয় । মার্কিন মাতাগণও আজকাল বেশী কুরিয়ুঃ-মেয়েদের বিবাহ দিতে ইচ্ছা করেন না, তাহীদের લિન્ક চিরকুমারী না থাকিয়! maternity অর্থাৎ মাতৃত্বের দিকে ষ্টপাত করে সেক্টরূপ শিক্ষা দিবার জন্য র্তাহারা বাস্ত হইয়াছেন । বিবাহ কোর্টসিপ করিয়া হয় । এক একটা মেয়ের অনেক গুলি করিয়া suitors ; প্রণয়া কাক্ষী ) থাকে । কোন একটি প্রণয়াকাঙ্ক্ষী আসিলে স্কয়ত তাহাকে লইয়া পার্কে বেড়াইতে বা ice-cream খাওয়াইতে লইয়া যাইবে । পার্কের বেঞ্চিতে বসিয়া যত প্রেমের কথা পাড়িবে । সেই সঙ্গে সঙ্গে তাহাকে hug ( আলিঙ্গন ) করিবে ৪ spoon (চুম্বন )ও করবে। এতদূর অগ্রসর হওয়ার পর ও ঐ সব tasted girlদের মধ্যে সকলের বিবাহ হয় না । আমার একটা মহিলা বন্ধুর ৮টা প্রণয়াকাঙ্ক্ষী ছিল, কিন্তু এ যাবৎ তাহার বিবাহ হয় নুষ্টি। আমি একবার গল্পস্থলে তাঙ্গাকে বলিয়াছিলাম, “আমি দেশে ফিরিয়া র্মাতাকে ভার্য্যাস্বরূপ লইব। তিনি কখনই তোমার মতন unchaperomed ইয়া কোথায়ও যান নাই, তিনি কখন এরূপ যুবকবৃন্দের নিকট হতে চুম্বনের প্রার্থীও হন নাই । তিনি কোন যুবকের প্রতি কামের ভাব দেখান নাই, অর্থাৎ তিনি একেবারে খাটি থাকিবেন । আমাদের দেশে chastity অর্থাৎ সতীত্ব মানে এইরূপ বোঝায় । তোমাদের দেশে কিন্তু ভিন্ন ।” • অটো” অর্থাং মটোর গাড়ীতে করিয়া বেড়াইতে যাইবার সময় দুই বন্ধু আসিলে কুমারী মেয়ে তখন একটু সমস্তায় পড়েন। অর্থাৎ ‘অটোতে কাহাকে তিনি পাশে লইয়া বসিয়া প্রেমালাপ করিবেন, আর কাগকেই বা তিনি নিজ চুলিকের কাজ করিতে বলিবেন । তুtষ্ঠা