পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিকা ভ্রমণ ويج لا নিদ্বরিত করা হয় এরূপ ভাবে-কুমারী মেয়ে দুইট কাটি হাতে লন, তিনি মনে মনে ঠিক করিয়া লন যে কাটি টানিবে সে তাহার পাশে বসিয়া যাইবে, আর অপর কাটি যে টানিং সে মোটরের চালক হইবে এরূপ স্বাধীনভাবে বেড়াইয়া কোর্টসিপ করা "ত্ত্বেও মার্কিন মহিলাদের মধ্যে বেশী (livorce ঘটে । তাহার :ারণ Rev. ক্লার্ক দেখাইয়াছেন যে মেয়ের বব মনোনয়ন ব্যাপারে পূর্ব্বে পিতামাতার হাত থাকিত । আজকাল মেয়ের বাপ মা’র পছন্দ মত যুবককে বিবাহ করে না ও সেই জন্য দাম্পত্য জীবনে অমুখী হয় । মেয়েদের এ সম্বন্ধে যদি কম স্বাধীনতা দেওয়া হয়, তাহ হইলে এত divorce झं म! ।। * মার্কিন মেয়েদের বিবাহ হওয়ার পর বর কনে যে গাড়ীতে করিয়া বায় তাহার পশ্চাত দিকে পুরাতন জুত, ঘোড়ার পায়ের নাল টাঙ্গাইয়া দেওয়া হয় । উহারা ব:লন যে ঐ গুলি মঙ্গলের চিহ্ন । বিবাহের পর নবীন দম্পতি কোথাও না কোথাও কিছু দিনের জন্য honeymoon করিতে যায় । একবার এক নবীন দম্পতি honeymoon করিবার ক্তস্য নিজেদের ট্রাঙ্ক লইয়া ট্রেনে রওনা হন । ট্রাঙ্কটকে luggage গাড়ীতে দিয়া নিশ্চি স্ত হন । তারপর যখন নিজেদের গন্তব্য স্থানে আসিয়া পৌছিলেন তখন প্রেমে এতদূর মগ্ন হইয়াছিলেন যে নিজেদের ট্রাঙ্কটকে platform এ ফেলিয়া অপরের টাস্কটকে ভুলে 'চেক' করিয়া লইয়া যান । Honeymoon করিতে বাহির হইলে প্রেমে অন্ধ হন। ঐ অদ্ভুত সংবাদের বিজ্ঞাপন মাকিন কাগজে বাহির হইয়াছিল, তাহ। নিম্নে দিলাম :– “Wrong trunk on Honeymoon : From the Kansas City Star. To the newly married couple, somewhere in Boston Globe, Feb. 28, 1920.