পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ আমেরিকাতে স্বাবলম্বন (আমেরিকাতে স্বাবলম্বা হুষ্টয়া মানুষ হওয়া যায় কি না ? ) যুক্তরাজ্যে ভিক্ষুকদিগকে প্রবেশ করিতে দেওয়া হয় না। যুক্তরাজ্য পরিশ্রমী নর ও নারীদের জন্ত, অলস ব্যক্তিদিগের জন্ত নহে, এখানে কেবল খাট আর টাকা কর । অধিকাংশ ভারতীয় সামান্ত কয়েক শত টাকা লইয়া আসিয়া মানুষ হইয়া দেশে প্রত্যাবর্ত্তন করিয়াছেন, আমি তাহাদের কাহিনী এ পরিচ্ছেদে দিতেছি না । তবে কি কি উপায়ে এখানে ছাত্রাবস্থায় বা ছাত্র না হইয়াও— চাকরী করিয়া অর্থোপার্জন করা যায় তাহাই বলিতেছি । বিশ্ববিদ্যালয়ে র্যাহারা ভর্ত্তি হন তাহারা যদি অধ্যাপকদিগের মুনয়নে পড়েন ত অনেক রকম সোজা, শক্ত, হালকা কাজ পাইতে পারেন। wifs of asso qíso Field Husbandry Departments দুইবার গ্রীষ্মে ৫ মাস করিয়া চাকরী করি । আর এক গ্রীষ্মকালে ইলিনয় footfoto Plant Breeding fasttos: Field Assistant of নিযুক্ত হই । এইরূপ কাজে আমার যথেষ্ট শেখাও হইত, টাকা উপায়ও হইত। একটী বাঙ্গালী ছাত্র মানের ঘর ও lavatory অর্থাৎ পায়খানা পরিষ্কারের কাজ করাতে একটী ক্লাবেতে অমনি থাকিবার জন্ত বর পাইয়াছিলেন । আর একটা ভারতীয় ছাত্র একটী family houseএ eণীতের রাত্রে ঘর গরম করিবার জন্ত furnace attend করিতেন, অর্থাৎ রাত্রে দুইবার করিয়া কয়লা দিতেন, তাহার দরুণ তিনি ঐ family houseএ অমনি থাকিতে পাইতেন। গ্রীষ্মে কোন অধ্যাপক বাড়ী ছাড়িয়া হাওয়া বদলাইতে যাইলে একটা চীনদেশীয় ছাত্র ঐ গ্রীষ্মের సె