পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । মার্কিন পারিবারিক জীবনঃ বিবাহ হইলেক্ট স্বামী স্ত্রীর এক সঙ্গে থাকাই প্রথা । যাহার যেমন অবস্থ। তিনি সেইরূপ বাড়ী বা flat বা private houses Ifo Itaz বিবাহের পরই যে একঘর ছেলে হয়ে পড়ক, ও দারিদ্র্যের সহিত সংগ্রাম করা হউক এরূপ তাহার কামনা করেন না । যে কয়টকে তাহার। স্বচ্ছন্দে মানুষ করিতে পারিবেন তাহার বেশী ছেলের কামনা তাহারা করেন না, সুতরাং তাহাদিগকে সংযমী হইতে কয় । যখন পুত্র হয় তখন তাহার এ আশা করেন না যে ঐ ছেলে বৃদ্ধ বয়সে বাপ মা’কে খাওয়াইবে পরাইবে । মাকিন পিতামাতা বৃদ্ধ বয়স অবধি খাটেন, তাহারা ছেলের রোজগারের মুখাপেক্ষ হইয়া থাকেন না । ষে পরিবারে মেরে জন্মে সে পরিবারের খুবই আনন্দ । কারণ র্তাহারা ভাবেন যে ঐ মেয়ের বিবাহ ভবিষ্যতে দিলে, তাহাদের আর একটা সস্তান ( অর্থাৎ ভাবী জামাত ) হইবে । র্তাহারা জামাইকে সস্তানের চক্ষে দেখেন । কোন কোন মার্কিন মহিলা অস্তঃসত্ত্বা হইবামাত্র যতদিন না সস্তান ভূমিষ্ঠ হয়, ততদিন তিনি যে ঘরে বেশীক্ষণ থাকেন সেই ঘরটকে বিশেষভাবে সাজাইয়া রাখেন । র্তাহীদের বিশ্বাস ঘরট ষদি বক্তার ছবিতে সজ্জিত থাকে, তবে সে গর্ভের পুত্র বড় বক্ত হইবে, যদি প্রচারকের ছবিতে সজ্জিত থাকে, তবে সেই গর্ভস্থ সন্তান এক জন ধর্ম্মপ্রচারক হইবে, •যদি সুন্দরী বালিকার ছবিতে সজ্জিত থাকে তবে সেই গর্ভে শুনারী বালিকার জন্ম হইবে । সন্তান ভূমিষ্ঠ হইলে, তখনি তাহাকে ওজন করা

  • এই পরিচ্ছেদের কতক কতক লেখা ১৯১৬'র ফেব্রুয়ারি মাসের নামাৰোধিণী পত্রিকাতে প্রকাশিত হইয়াছিল ।